২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

অন্যের জানালায় উঁকি দেয়ায় কারাদণ্ড

- নয়া দিগন্ত

অন্যের জানালায় উঁকি দেয়ায় দিনাজপুর জেলার হাকিমপুরে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম গোলাম মোর্তুজা (৩০)। তিনি উপজেলার খট্রা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। ইভটিজিংয়ের অভিযোগে গোলাম মর্তুজাকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত। হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক আব্দুর রাফিউল তাকে এই সাজা দেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক আব্দুর রাফিউল জানান, গোলাম মোর্তুজা দীর্ঘদিন ধরে রাতে খট্রা গ্রামের বিভিন্ন জনের বাড়িতে বাইরে থেকে জানালা দিয়ে উঁকি দিতো। বুধবার রাতে একজনের বাড়িতে বাইরে থেকে জানালা দিয়ে উঁকি দেয়ার সময় গ্রামবাসী গোলাম মোর্তুজাকে হাতেনাতে আটক করে।

পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বুধবার রাতেই তাকে দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত গোলাম মোর্তুজাকে দিনাজপুরে জেল হাজতে পাঠনো হয়েছে।


আরো সংবাদ



premium cement