০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


পাবলিক, কর্পোরেট খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করুন : রাষ্ট্রপতি

পাবলিক, কর্পোরেট খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করুন : রাষ্ট্রপতি - ছবি : ইউএনবি

রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশের পাবলিক ও কর্পোরেট খাতে হিসাবের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চার্টার্ড একাউন্ট্যান্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন।

শনিবার রাজধানীতে হোটেল সোনারগাঁওয়ে ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্ট্যান্টস (এসএএফএ) ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০১৯’ এ বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপ্রধান বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির আয়তন আজ বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ২০০৫-০৬ অর্থবছরে আমাদের বাজেটের আকার ছিল ৬৪ হাজার কোটি টাকা। আর ২০১৯-২০ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার কোটি টাকা, যা ২০০৫-০৬ এর তুলনায় আট গুণ বৃদ্ধি পেয়েছে। একই সাথে দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটেছে।’
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement