২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


অগ্নি-নিরাপত্তায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘ভবন পরিদর্শন দলের’ কার্যক্রম উদ্বোধন

- ছবি : নয়া দিগন্ত

অগ্নি-নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম আজ শনিবার গুলশানস্থ নগর ভবনে ‘ভবন পরিদর্শন দলের’ কার্যক্রম উদ্বোধন করেন। নগর ভবনের অগ্নি-নিরাপত্তা পরীক্ষার মাধ্যমে ভবন পরিদর্শন দলের কার্যক্রম শুরু করা হয়।

উদ্বোধনকালে মেয়র বলেন, ভবন পরিদর্শন দলগুলো ডিএনসিসি এলাকায় বিভিন্ন বহুতল ভবনে গিয়ে পর্যাপ্ত অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা, যেমন অগ্নি-নির্গমন সিঁড়ি, ফায়ার এলার্ম, নিরাপত্তা প্রহরীদের অগ্নি-নির্বাপন প্রশিক্ষণ, নিয়মিত মহড়া, আগুন নিভানোর যন্ত্র ইত্যাদি আছে কিনা পরীক্ষা করে দেখবে।

মেয়র আরো বলেন, প্রাথমিকভাবে বহুতল মার্কেট, হাসপাতাল, শিক্ষা-প্রতিষ্ঠান, এই দলগুলো গিয়ে অগ্নি-নিরাপত্তা পরীক্ষা করবে। ২০টি ভবনকে অগ্নি-নিরাপত্তার জন্য আদর্শ ভবন বলে ঘোষণা দেয়া হবে বলেও তিনি জানান।

ভবন পরিদর্শন দলগুলো ডিএনসিসি এলাকায় অবস্থিত বহুতল ভবনে গিয়ে পূর্বেই তৈরি করা একটি চেকলিস্টের মাধ্যমে ভবনের অগ্নি-ঝুঁকি পরীক্ষা করবে। কোনো ভবনে অগ্নি-নিরাপত্তা যথেষ্ট না থাকলে সে ভবনের প্রবেশস্থলে “এই ভবনটির অগ্নি-প্রতিরোধ ব্যবস্থা পর্যাপ্ত নয়, সতর্ক থাকুন” লেখা একটি স্টিকার লাগিয়ে দেয়া হবে।

তাছাড়া ভবনে বসবাসকারী বা ভবন মালিককে দ্রুততম সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য আহবান জানানো হবে। উল্লেখ্য, ইতোপূর্বে ডিএনসিসির প্রতিটি অঞ্চলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ২টি করে দল গঠন করা হয়েছে। ডিএনসিসি, ফায়ার সার্ভিস, বেসরকারি সংস্থা, বিভিন্ন কমিউনিটির সদস্য সমন্বয়ে প্রতিটি দলে ১০ থেকে ১৫ জন সদস্য থাকবে।

উদ্বোধনের পরে মেয়রের নেতৃত্বে ‘ভবন পরিদর্শন দল’ নগর ভবন এবং নগর ভবনের বেইজমেন্টে অবস্থিত সুপারশপ ‘ইউনিমার্ট’ পরিদর্শন করে। দুটি স্থানেই পর্যাপ্ত অগ্নি-নিরাপত্তা নেই বলে পরিদর্শন দল উদ্বেগ প্রকাশ করে।

উদ্বোনকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, আরবান রিজিলিয়েন্স প্রজেক্ট ডিরেক্টর ড. তারিক বিন ইউসুফ, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ এবং বিভিন্ন সোসাইটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement