২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


আকবরকে জড়িয়ে মায়ের কান্না

রংপুরে দর্শকদের অভিনন্দনের জবাব দিচ্ছেন আকবর আলী : নয়া দিগন্ত -

উচ্ছ্বাস আর ভালোবাসায় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলীকে বরণ করল রংপুরবাসী। বিশ্বকাপজয়ী অধিনায়ক আসছে, এই আনন্দে সকাল থেকেই রংপুরের মানুষের মধ্যে আনন্দের বন্যা। বেলা সাড়ে ১২টায় আকবরকে বহনকারী বিমানটি যখন সৈয়দপুরে অবতরণ করে, তখন ‘আকবর... আকবর’ ধ্বনিতে মুখরিত হয় চারপাশ।
বিমানবন্দরে তাকে বরণ করে নেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। সেখান থেকে গাড়িবহরে রংপুর আসতে পথের দুই পাশে ছিল হাজারো জনতার উপস্থিতি। পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের আয়োজিত গণসংবর্ধনায় আকবরকে শুভেচ্ছা জানায় জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, জেলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। অভিনন্দনের জবাবে আকবর আলী বলেন, এ ভালোবাসায় আমি বিস্মিত হয়েছি। সবার কাছে দোয়া চাই। আমি ভবিষ্যতে বাংলাদেশকে আরও বেশি কিছু দিতে চাই। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন। রংপুর জেলা প্রশাসক আসিব আহসান বলেন, সারা দেশ আজ আনন্দ উল্লাস করছেন। আমরাও রংপুরে এর আয়োজন করছি।
সংবর্ধনা শেষে আকবর যান বাড়িতে। হাজারো জনতার ভিড় এড়িয়ে ১০ মিনিটের পথ যেতে এ দিন লেগেছে ঘণ্টাখানেক। আকবরকে কাছে পেয়ে গর্ভধারিণী মা শাহিদা বেগম আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মা, আকবরও চোখের পানি থামাতে পারেননি। প্রসঙ্গত, বিশ্বকাপের মাঝপথেই যমজ সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান আকবরের একমাত্র বোন খাদিজা।
আকবরের বাবা মোহাম্মদ মোস্তফা আহমেদ জানান, আমি প্রধানমন্ত্রীসহ দেশবাসীর কাছে কৃতজ্ঞ। তারা আমার ছেলেকে এত ভালোবাসে। আমি তাদের ভালোবাসায় কৃতজ্ঞ। আমার ছেলে অনেক কষ্ট করে ওই জায়গায় গেছে। আমি ওকে বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করলাম। মা শাহিদা বেগম বলেন, আমি চাই আমার ছেলে যেন ন্যাশনালে খেলতে পারে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।
সংবর্ধনায় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপুলিশের অতিরিক্ত কমিশনার আবু সুফিয়ান, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মো: শাফিউর রহমান শফি, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: আনোয়ারুল ইসলাম প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনার উপর গুরুত্বারোপ রাষ্ট্রদূত ড. মনিরুলের নারীর জীবনমান উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধির রাইসির স্মরণে জাতিসঙ্ঘে এক মিনিট নীরবতা পালন ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি বড় ভাই বিপিএলে, ছোট ভাই বিসিএলে নকল ডায়াবেটিস স্ট্রিপ ধ্বংস করতে ফার্মা সল্যুশনসকে হাইকোর্টের নির্দেশ চাটমোহর পৌর ছাত্রলীগ সভাপতি পায়েল বহিষ্কার দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ মঙ্গলবার ‘বাবে কাবা’ নামের উপহারের দামি কলমটি তোষাখানায় দিলেন পাকিস্তানের প্রধান বিচারপতি লোকসভা ভোট : রেকর্ড করল কাশ্মীরের বারামুলা বিএসটিআইকে আন্তর্জাতিক মানের করতে সরকার কাজ করছে : শিল্পমন্ত্রী

সকল