২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা - নয়া দিগন্ত

দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের হামলায় সীতাকুণ্ডর এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মোঃ আরশাদ উল্লাহ (২৬)। দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েষ্ট প্রভিন্সের কোরোমানে এলাকায় নিজ দোকানে খুন হন প্রবাসী এ যুবক। নিহত আরশাদ উপজেলার বাঁশবড়িয়া নুনাবিল গ্রামের শরিফ আহম্মদের ছেলে। আরশাদকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম।

পারিবার সূত্রে জানা যায়, নিহত আরশাদ বার বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়িজমান। নর্থ ওয়েষ্ট প্রভিন্সের কোরোমানে এলাকায় দুটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে সেখানে সফলতার সহিত ব্যবসা পরিচলনা করে আসছিলেন। বুধবার দুপুরে আরশাদ নিজ দোকানের সামনের সার্টার বন্ধ করে পিছনে বাথ রুমে গোসল করতে যান। এসময় ওখানকার কয়েকজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী দোকানে ঢুকে আরশাদকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ঘটনাস্থলে হত্যা করে।

দক্ষিণ আফ্রিকা প্রবাসি নিহত আরশাদের ভাগিনা মোঃ সাজ্জাদ আরেফীন বুধবার রাত ১১টার সময় বাড়িতে ফোন করে আরশাদের খুনের ঘটনা জানান। স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ হাসান জানান, নিহত আরশাদরা চার ভাই তিন বোন। সে আজ থেকে বার বছর আগে দক্ষিণ আফ্রিকায় যায়। দীর্ঘ নয় বছর পর দেশে ফিরে ২০১৬ সালে বিয়ে করেন। পরে আবার প্রবাসে চলে যায়। দেশে তার স্ত্রী ও দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। আরশাদকে হারিয়ে পরিবারে চলছে এখন শোকের মাতম। 


আরো সংবাদ



premium cement