১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

নেপালকে হারিয়ে অঘটনের জন্ম দিল ইরাক

-

বঙ্গবন্ধু কাপ দ্বিতীয় আন্তর্জাতিক কাবাডিতে নেপালের বিপক্ষে অঘটনের জন্ম দিল ইরাক।

রোববার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ইরাক ১টি লোনাসহ ৩৩-৩২ পয়েন্টে নেপালকে পরাজিত করেছে। যদিও প্রথমার্ধে ১৬-১৪ পয়েন্টে এগিয়ে ছিল নেপাল।

ম্যাচে ৩-৩, ৫-৫ পয়েন্টে প্রতিদ্বন্দ্বিতার পর এক সময় ১০-৯ পয়েন্টে এগিয়ে যায় ইরাক। দ্বিতীয়ার্ধে ২০-১৮ ব্যবধানে এগিয়ে থাকে মধ্যপ্রাচ্যের দেশটি।

এ সময় ম্যাচের উত্তেজনা এতটাই বেড়ে গিয়েছিল যে কোর্টে ঢুকে পড়েন নেপালের কোচ পার্বতী রাই। গ্রীণ কার্ড দেখিয়ে তাকে সতর্ক করেন রেফারি।

ম্যাচের শেষ দিকে পয়েন্টের ব্যবধান দাঁড়ায় ৩২-৩০। শেষ মিনিটে ৩২-৩২ পয়েন্টে থাকার পর ইরাকের শেষ রেইডার এক পয়েন্ট এনে দিলে ৩৩-৩২ ব্যবধানে র‌্যাংকিংয়ে ৭ নম্বরে থাকা দক্ষিণ এশিয়ার জায়ান্ট নেপালকে হারিয়ে ইতিহাস রচনা করে ১১ নম্বর র‌্যাংকিংধারী ইরাক।

ম্যাচ সেরা নির্বাচিত হন ইরাকের বালবুল হাসান ফায়েজ। তার হাতে প্রাইজমানির টাকা ও ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স অ্যান্ড ইন্টেলিজেন্স) মাহবুবুর রহমান, পিপিএম (বার)।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement