২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

হাইহিল থেকে মুক্তি চান জাপানের নারীরা

হাইহিল থেকে মুক্তি চান জাপানের নারীরা - সংগৃহীত

জাপানে অনেক প্রতিষ্ঠানে চাকুরি করতে হলে মেয়েদের হাইহিল পরা বাধ্যতামূলক৷ কিন্তু পুরুষের ক্ষেত্রে সেরকম কোনো নিয়ম নেই৷ এটিকে তাই ''লিঙ্গ বৈষম্যমূলক‘' আচরণ মনে করে পরিত্রাণ চাচ্ছেন নারীরা৷

জাপানি লেখক অনলাইনে এক পিটিশন চালু করেছেন যেখানে ‘ড্রেসকোড' হিসেবে নারীদের হাইহিল পরতে বাধ্য করার চর্চা বন্ধে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে৷ এর মধ্যে সেই পিটিশনে ২৫ হাজারের বেশি মানুষ সায় দিয়েছেন৷ মুক্তপেশাজীবী এই লেখিকা জানান এক খণ্ডকালীন চাকরিতে তাকে হাইহিল পরতে বাধ্য করা হয়েছিল৷ এমন জুতা পরা অস্বস্তিকর বলেও মন্তব্য করেন তিনি৷

অনলাইন পিটিশনে ইশিকাওয়া লিখেছেন, ‘‘কাজ শেষে সবাই স্নিকারস অথবা সমতল কিছু পরে৷'' হাইহিল পরলে পিঠে ব্যাথা, পায়ের আঙ্গুলের গোড়ায় ব্যথা এবং ফোস্কা পড়ার মতো শারীরিক সমস্যা হয় বলেও সেখানে উল্লেখ করেছেন তিনি৷

ইন্টারনেটে অনেকেই এই পিটিশনের প্রতি সমর্থন জানিয়েছেন৷ এমনকি #কুটু নামের একটি হ্যাশট্যাগও চালু হয়ে গেছে৷ জাপানি শব্দ কুৎসু'র অর্থ হচ্ছে জুতা আবার বানানভেদে সেটির অর্থ ব্যথাও৷ এই দুই শব্দের সমন্বয়ে তৈরি হ্যাশট্যাগটি ব্যবহার করে অনেক নারীই কর্মস্থলে হাইহিল পরার বাধ্যবাধকতা থেকে মুক্তি চেয়েছেন৷ পুরুষের ক্ষেত্রে এরকম কোন নিয়ম না থাকায় নারীরা মনে করেছেন এটা লিঙ্গ বৈষম্যমূলক আচরণ৷

বিষয়টি ইতোমধ্যে জাপান সরকারেরও মনোযোগ আকর্ষণ করেছে৷ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে তারা পিটিশনে উত্থাপিত বিষয়টি পর্যালোচনা করছেন৷
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত বগুড়ায় ধানের জমিতে পানি সেচ দেয়া নিয়ে খুন জিআই স্বীকৃতির সাথে গুণগত মানের দিকেও নজর দিতে হবে : শিল্পমন্ত্রী অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ সখীপুরে সাবেক ও বর্তমান এমপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ তীব্র গরমের জন্য আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী : মির্জা আব্বাস

সকল