বৈধ নথি ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ হাজার হাজার ভারতীয়ের!
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২২, আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৯
কানাডার ভিসা নিয়ে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ভারতীয়দের সংখ্যা রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে। যে পরিসংখ্যান সামনে এসেছে তা দেখে বিস্মিত বাইডেন প্রশাসন। জানা গেছে, কানাডা হয়ে বিপুল সংখ্যক ভারতীয় আমেরিকায় প্রবেশ করছে।
পরিসংখ্যান চমকে দেবে
বৈধ নথি ছাড়াই কানাডা থেকে বিপুল সংখ্যক ভারতীয় পায়ে হেঁটে আমেরিকা পৌঁছে যাচ্ছেন। এখন এই সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ক্রমাগত অবৈধভাবে প্রবেশের কারণে কানাডার ভিসা স্ক্রিনিং প্রক্রিয়া এখন প্রশ্নের মুখে। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) এর সর্বশেষ তথ্য অনুসারে, শুধুমাত্র চলতি বছরের জুন মাসে ৫,১৫২ জন ভারতীয় নথি ছাড়াই কানাডা থেকে পায়ে হেঁটে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুসারে, ২০২৩ সালের ডিসেম্বর থেকে প্রতি মাসে কানাডা থেকে আমেরিকায় অনুপ্রবেশকারী ভারতীয়দের সংখ্যা মেক্সিকো সীমান্ত থেকে অনুপ্রবেশকারী ভারতীয়দের সংখ্যার চেয়ে অনেকটাই বেশি।
কানাডা এবং আমেরিকার মধ্যে ৯ হাজার কিলোমিটার দীর্ঘ উন্মুক্ত সীমান্ত রয়েছে। ইউএস-সিবিপির তথ্য অনুসারে, এই বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে প্রতি মাসে মার্কিন সীমান্তে ধরা পড়া ভারতীয়দের গড় সংখ্যা ৪৭ শতাংশ বেড়েছে।
এদিকে, ব্রিটেনের বন্দরে আশ্রয় নেয়া ভারতীয়দের সংখ্যাও ক্রমাগত বাড়ছে।
২০২১ সালে এই সংখ্যা ছিল ৪৯৫। যেটি ২০২২ সালে ১৩৬ শতাংশ বেড়ে ১১৭০-এ দাঁড়িয়েছে। এই সংখ্যা ২০২৩ সালে ১৩৯১-এ পৌঁছেছে। চলতি বছরের জুন পর্যন্ত ৪৭৫ জন আশ্রয়প্রার্থী ব্রিটেনের বন্দরে পৌঁছেছে।
মার্কিন-কানাডা সীমান্ত হলো বিশ্বের দীর্ঘতম উন্মুক্ত সীমান্ত, যা প্রায় ৯,০০০ কিলোমিটার বিস্তৃত, যা মেক্সিকো সীমান্তের দ্বিগুণেরও বেশি এবং চিনের সাথে ভারতের ৩৪০০ কিলোমিটার সীমান্তের প্রায় তিনগুণ।
ইউএস-সিবিপির -এর তথ্য অনুসারে, এই বছরের জানুয়ারি-জুন মাসে কানাডার মার্কিন সীমান্তে আটক ভারতীয়দের গড় সংখ্যা ২০২৩ সালের ২৫৪৮ থেকে ৪৭ শতাংশ বেড়েছে।
এদিকে, দ্য আটলান্টিকের তথ্য দেখায় যে ব্রিটেনের বন্দরে আশ্রয় নেয়া ভারতীয়দের সংখ্যা ২০২১ (৪৯৫)-এর তুলনায় ২০২২ সালে ১৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে (৪৯৫), যা ২০২৩ সালে আরো বেড়ে হয়েছে ১৩১৯ ৷ চলতি বছরের জুন পর্যন্ত ব্রিটেন বন্দরে ইতিমধ্যে ৪৭৫ শরণার্থী আশ্রয় নিয়েছে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা