যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় স্কুলে গুলি, বহু হতাহতের শঙ্কা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২৯
যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একটি স্কুলে গোলাগুলি হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে আপালাচি হাইস্কুলে ওই ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে একজনকে তাদের আটক করা হয়েছে।
এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গোলাগুলির পর সেখানে দ্রুত সময়ের মধ্যে অনেক পুলিশ সদস্য উপস্থিত হন। তাদের প্রচেষ্টায় ওই গোলাগুলি বন্ধ হয়। তবে বন্দুকধারীর হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, আহতদের জখম কতটা গুরুতর বা কতজন আহত হয়েছেন, সে ব্যাপারে তারা বিস্তারিত কিছু জানে না।
সূত্র: এবিসি নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা