১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ট্রাম্পের বিচার সম্পর্কে যা বলল মার্কিন সুপ্রিম কোর্ট

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফলাফল পাল্টানোর চেষ্টা অভিযোগ থেকে দায়মুক্তি গ্রহণ করতে পারবেন মর্মে সিদ্ধান্ত দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। সোমবার (১ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী, অফিসিয়াল কাজের জন্য ট্রাম্প দায়মুক্তি পেতে পারেন। কারণ, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী সাবেক কোনো প্রেসিডেন্ট যদি সাংবিধানিক কর্তৃত্ব প্রয়োগ করে কোনো পদক্ষেপ গ্রহণ করে থাকেন, তবে তিনি বিচার থেকে রক্ষা পান।

মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো স্বীকৃতি দিয়েছে যে সাবেক প্রেসিডেন্টদের অফিসে গৃহীত কিছু পদক্ষেপের জন্য বিচার থেকে দায়মুক্তির সুযোগ রয়েছে।

২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টা নিয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে। এ নিয়ে ট্রাম্পের বিচার হবে কি না, সুপ্রিম কোর্টের বিচারকদের দেয়া সিদ্ধান্তের ওপর তা নির্ভরশীল ছিল। এখন তারা এর থেকে বিচার থেকে সাবেক এই প্রেসিডেন্টকে দায়মুক্তি দেন।

সোমবার আদালত রায় দিয়েছে যে সাবেক প্রেসিডেন্টরা তাদের সাংবিধানিক কর্তৃত্বের মধ্যে গৃহীত পদক্ষেপের জন্য বিচার থেকে দায়মুক্তি পাবেন। তবে তারা ব্যক্তিগত ক্ষমতায় গৃহীত পদক্ষেপের জন্য দায়মুক্তি পাবেন না।

যুক্তরাষ্ট্রের ১৮ শতকের ইতিহাসে এটিই প্রথমবারের মতো সিদ্ধান্ত। যেখানে সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে যে সাবেক প্রেসিডেন্টরা যেকোনো ক্ষেত্রে ফৌজদারি অভিযোগ থেকে রক্ষা পেতে পারেন।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement
ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের আরো ৫০ কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা র‌্যাংকিংয়ে উন্নতি সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের পাকিস্তান টেস্ট দলের কোচের দায়িত্ব ছাড়লেন গিলেস্পি চৌগাছায় গৃহবধূ রাবেয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ৯০ শতাংশ ধ্বংস করার দাবি ইসরাইলের ইজতেমা ময়দানে সা’দপন্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা চেয়ে স্মারকলিপি প্রদান ‘শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন ক্যারিশম্যাটিক লিডার’ ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৪১ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত শহীদ বুদ্ধিজীবীদের আদর্শের দেশ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে : রাষ্ট্রপতি বানিয়াচংয়ে ট্রাকচাপায় মোটরসাইকেলআরোহী নারী নিহত

সকল