১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে মার্কিন বিমানবাহিনীর সদস্য নিহত

বিমানবাহিনীর নিহত সদস্য - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পুলিশের গুলিতে দেশটির বিমানবাহিনীর এক সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) বিষয়টি নিয়ে এক সংবাদ সম্মেলন করেছেন ফোর্টসনের পরিবার।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এ ঘটনায় গুলিবর্ষণকারী পুলিশ সদস্যের সাথে থাকা ক্যামেরায় ধারণ করা ছবি জনসমক্ষে প্রকাশ করেছে স্থানীয় পুলিশ বিভাগ।

কর্মকর্তারা জানান, নিহত বিমানকর্মী হলেন সিনিয়র এয়ারম্যান রজার ফোর্টসন (২৩)। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে মারা যান তিনি।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তিকে উদ্ধৃত করে নিহত বিমানকর্মীর পরিবারের একজন আইনজীবী অভিযোগ করেছেন, ভুল বাসায় ঢুকে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ।

তবে পুলিশ এ অভিযোগ নাকচ করে বলেছে, ফোর্টসনকে বন্দুক হাতে দেখতে পেয়ে আত্মরক্ষায় ওই পুলিশ সদস্য গুলি ছুড়েছেন।

উল্লেখ্য, গত ৩ মে ফ্লোরিডার হার্লবার্ট ফিল্ডে ‘স্পেশাল অপারেশনস উইং’ থেকে পাঁচ মাইল দূরে ফোর্টসনের বাড়িতে এ ঘটনা ঘটে। গুলিবর্ষণকারী পুলিশ সদস্যের নাম প্রকাশ করা হয়নি। ঘটনার পর থেকে ছুটিতে রয়েছেন তিনি।

সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement