১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রবাসী চীনা বিলিওনিয়ারকে হাজিরের নির্দেশ মার্কিন আদালতের

প্রবাসী চীনা বিলিওনিয়ারকে হাজিরের নির্দেশ মার্কিন আদালতের - ছবি : সংগৃহীত

আর্থিক প্রতারণার মামলায় প্রবাসী চীনা বিলিওনিয়ার গুয়া ওয়েনগুইকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক বিচারক। তার ও তার সহযোগীদের বিরুদ্ধে এক বিলিয়ন ডলারের বেশি প্রতারণা করার অভিযোগ রয়েছে।

ম্যানহাটনে ইউএস ডিস্ট্রিক্ট জজ আনালিসা টোরেস বলেন, সরকারি কৌসুলীদের কাছে প্রমাণ রয়েছে যে গুয়া চারটি প্রতারণামূলক স্কিমের মাধ্যমে প্রতারণা করেছেন।

এ ব্যাপারে গুয়ার কাছে মন্তব্য চাওয়া হলে তিনি তা প্রদান করতে অস্বীকৃতি জানিয়েছেন।

গুয়া অবশ্য তার বিরুদ্ধে আনা সিকিউরিটি প্রতারণা, অনলাইন প্রতারণা, অন্যায়ভাবে অর্থ লেনদেন, অর্থপাচারের অভিযোগগুলো অস্বীকার করেছেন।

অভিযোগ অনুসারে, তিনি হাজার হাজার লোককে মিডিয়া কোম্পানি, ক্রিপ্টোকারেন্সি এবং অন্যান্য উদ্যোগের মাধ্যমে প্রতারিত করেছেন।

তিনি প্রতারণার অর্থ বিলাসবহুল জীবনযাপনে ব্যয় করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।

উল্লেখ্য, গুয়া চীনা কমিউনিস্ট পার্টির সমালোচক এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সময়ের উপদেষ্টা স্টিভ ব্যানোনের ব্যবসায়িক সহযোগী।

গুয়া ২০২৩ সালের মার্চে গ্রেফতার হয়ে ব্রুকলিনের কারাগারে রয়েছেন। গত বছর তার ২৫ মিলিয়ন ডলারের জামিন প্যাকেজ প্রস্তাবটি আপিল আদালত প্রত্যাখ্যান করেছে।

সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট


আরো সংবাদ



premium cement