জালিয়াতি মামলার ট্রাম্পের শুনানি শুরু
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ অক্টোবর ২০২৩, ১৩:৩৯

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নিউইয়র্কে তার বিরুদ্ধে দায়েরকৃত দেওয়ানি মামলার বিচার কার্যক্রমের প্রথম দিনে আদালতে হাজির হন। ওই মামলায় তার বিরুদ্ধে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার বিশাল রিয়েল এস্টেট হোল্ডিং-এর মূল্যের জালিয়াতি করার অভিযোগ আনা হয়েছে।
ট্রাম্প বিচারক আর্থার এনগোরনকে ‘দুর্বৃত্ত বিচারক’ এবং নিউইয়র্কের কৃষ্ণাঙ্গ অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসকে ‘বর্ণবাদী’ বলে অভিহিত করেন।
এনগোরন ইতোমধ্যেই রায় দিয়েছেন যে সাবেক এই প্রেসিডেন্ট তার ট্রাম্প অর্গানাইজেশন রিয়েল এস্টেট সংস্থায় জালিয়াতি করেছেন। অন্যদিকে জেমস ট্রাম্পের বিরুদ্ধে ২৫ কোটি ডলার জরিমানা এবং নিউইয়র্কে তার ব্যবসার ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি করছেন।
অভিযোগগুলোর মধ্যে ছিল- ট্রাম্প দাবি করেছিলেন যে- নিউইয়র্ক সিটির কেন্দ্রস্থলে অবস্থিত তার গোল্ড প্লেটেড তিনতলা পেন্টহাউস ট্রাম্প অ্যাপার্টমেন্ট এটির প্রকৃত আকারে প্রায় তিনগুণ এবং এটির মূল্য ৩২ কোটি ৭০ লাখ ডলার।
জেমস বলেন, নিউইয়র্ক সিটির কোনো অ্যাপার্টমেন্ট এত বেশি দামে বিক্রি হয়নি।
ট্রাম্প দক্ষিণের অঙ্গরাজ্য ফ্লোরিডার সমুদ্রতীরবর্তী তার অবকাশকেন্দ্র মার-এ-লাগোর মূল্য নির্ধারণ করেছিলেন ৭৩ কোটি ৯০ লাখ ডলার। জেমসের দাবি, এটি ওই অবকাশকেন্দ্রের যুক্তিসঙ্গত অনুমিত মূল্যের ১০ গুণের বেশি।
সোমবার আদালতে ট্রাম্পের স্বেচ্ছায় উপস্থিতি একটি ব্যতিক্রমী ঘটনা। গত বছর যখন তার কোম্পানি এবং এটির শীর্ষ কর্মকর্তাদের একজন কর জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিল তখন তিনি সাক্ষী এমনকি দর্শক হিসেবেও আদালতে হাজির হননি।
সূত্র : ভয়েস অফ আমেরিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা