০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

শেষ মুহূর্তে শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র


শেষ সময়ে এসে শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র। একটি স্বল্পমেয়াদী তহবিল চুক্তিতে সম্মত হওয়ার মাধ্যমে শাটডাউন এড়ায় দেশটি। এছাড়াও শাটডাউন এড়াতে দ্বিদলীয় বিল পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এটি পাস না হলে স্থানীয় সময় শনিবারের পর যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যেত, যা মূলত শাটডাউন হিসেবে পরিচিত।

রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, শাটডাউন হওয়ার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রতিনিধি পরিষদ একটি স্বল্পমেয়াদী তহবিল চুক্তিতে সম্মত হয়েছে। এই বিলের মাধ্যমে আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সরকারকে অর্থায়ন করা যাবে। কিন্তু এই বিলে ইউক্রেনের জন্য কোনো নতুন সহায়তা অন্তর্ভুক্ত নেই।

প্রতিনিধি পরিষদে ৩৩৫-৯১ ভোটে এটি অনুমোদিত হয়। মূলত বিরোধী রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাট সদস্যরা এটিকে বেশি সমর্থন করেছেন।

বিবিসি বলছে, প্রতিনিধি পরিষদে অনুমোদিত এ বিলটি এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের চেম্বারেও অনুমোদিত হতে হবে। তবে এটি সেখানে সহজেই পাস হবে বলে আশা করা হচ্ছে। আর এরপর এটিতে স্বাক্ষর করে একবার আইনে পরিণত করলে তা মার্কিন সরকারের ফেডারেল পরিষেবাগুলোতে সম্ভাব্য ব্যাঘাত এড়াতে সহায়তা করবে।

এদিকে ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা শাটডাউন এড়ানোকে জয় বলে অভিহিত করেছেন।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, প্রায় ২০৯ জন ডেমোক্র্যাট বিলটিকে সমর্থন করেছেন। অন্যদিকে বিলটি সমর্থনকারী রিপাবলিকানদের সংখ্যা ১২৬ জন।

পরে ডেমোক্র্যাটরা শাটডাউন এড়ানোর এ ফলাফলকে জয় বলে বর্ণনা করেন। অবশ্য বিল পাস হওয়ায় নিজের দলের কট্টরপন্থীদের কাছ থেকে চাপের মুখে পড়েছেন রিপাবলিকান হাউস সংখ্যাগরিষ্ঠ নেতা কেভিন ম্যাককার্থি।


আরো সংবাদ



premium cement
ইসির নির্দেশনা অনুযায়ী ‘শিগগিরই’ ওসিদের বদলি শুরু করবে ডিএমপি রিজভীর নেতৃত্বে উত্তরায় মহিলা দলের মিছিল উত্তর-পশ্চিমে অগ্রসর হয়েছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ৪৭ সবার আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে গাজায় হামলা চালাতে ইসরাইলকে ভয়াবহ সব অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার রাজনৈতিক ভিক্ষুকদের মাধ্যমে চরদখলের আয়োজন করেছে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের রণতরী এবং বাণিজ্য জাহাজের ওপর হামলা ভারতে বিজেপি বনাম কংগ্রেস : কার নিয়ন্ত্রণে কত রাজ্য দল জিতলেও ঘরের মাঠেই হেরে গেলেন আজহারউদ্দিন চীনের সাথে তাইওয়ানের একীভূত করার চেষ্টা জোরালো করেছেন প্রেসিডেন্ট শি

সকল