২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

নাইজেরিয়ায় মার্কিন গাড়ি বহরে হামলার নিন্দা জানিয়েছেন ব্লিঙ্কেন

- ছবি : বাসস

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন দ্ব্যর্থহীন কন্ঠে বলেন, নাইজেরিয়ায় মার্কিন গাড়ি বহরে ভয়াবহ হামলায় জড়িত অপরাধীদের আইনের কাঠগড়ায় দাঁড় করাবে যুক্তরাষ্ট্র।

খবর এএফপি’র।

নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আনামব্রা রাজ্যে মঙ্গলবারের ওই হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রুপ দায় স্বীকার করেনি। তবে এ অঞ্চলে পুলিশ ও নিরাপত্তা সার্ভিসের ওপর বিভিন্ন হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত একটি বিচ্ছিন্নতাবাদী গ্রুপকে দায়ী করা হয়ে থাকে।

এক বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, ‘আমরা এই হামলার ঘটনায় কঠোর ভাষায় নিন্দা জানাই। এতে জড়িতদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে আমরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আমাদের নাইজেরীয় সহকর্মীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবো।’

ব্লিঙ্কেন বলেন, এ হামলায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে নাইজেরিয়ার জাতীয় পুলিশ বুধবার দেয়া এক বিবৃতিতে বলেছে, সেখানে হামলায় সাতজন নিহত হয়েছে।

খবরে বলা হয়, হামলার শিকার দু’টি গাড়িতে নয়জনকে বহন করা হচ্ছিল। তারা সকলে নাইজেরিয়ার নাগরিক। এদের পাঁচজন যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করেন এবং চারজন পুলিশ কর্মকর্তা।

ব্লিঙ্কেন বলেন, তারা মার্কিন আর্থিক সহযোগিতায় হাতে নেয়া একটি বন্যা মোকাবেলা প্রকল্প পরিদর্শনে যাচ্ছিলেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
বান্দরবানের ৩ উপজেলায় নির্বাচন স্থগিত চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজে মুসুল্লিদের ঢল বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের চাবিটা মনে হয় পার্শ্ববর্তী দেশকে দিয়েছে সরকার : রিজভী চীনের দক্ষিণাঞ্চলীলের গুয়াংডংয়ে সর্বোচ্চ স্তরের বৃষ্টিপাতের সতর্কতা জারি আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার মুসলিম শ্রমিক হত্যায় হিন্দু নেতারা চুপ কেন : প্রশ্ন হেফাজত নেতা আজিজুল হকের সাভারে বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে গাজা ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ফরিদপুর-খুলনা মহাসড়কে জনতার অবরোধ ভাঙতে টিয়ারশেল ও ফাঁকা গুলি বাংলাদেশ-কাতারের মধ্যে ১০টি সহযোগিতা নথি সই ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি’

সকল