২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

রাশিয়া-ইরান সামরিক সম্পর্ক জোরদার করছে : যুক্তরাষ্ট্র

রাশিয়া-ইরান সামরিক সম্পর্ক জোরদার করছে : যুক্তরাষ্ট্র - ছবি : সংগৃহীত

রাশিয়া ও ইরানের সামরিক সহযোগিতা সম্প্রসারণের ইঙ্গিত খুঁজে পাওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল সংবাদদাতাদের জানান, ইরান ‘রাশিয়ার শীর্ষ সামরিক পৃষ্ঠপোষকের ভূমিকা বজায় রেখেছে এবং দেশটি ইতোমধ্যে রাশিয়াকে ইউক্রেনে ব্যবহারের জন্য কামান ও ট্যাংকের গোলাবারুদ সরবরাহ করেছে।’

প্যাটেল জানিয়েছেন, আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত ‘ইরান রাশিয়াকে ৪০০টি ইউএভি দিয়েছে, যেগুলোর বেশিরভাগই শাহেদ ধরনের এবং রাশিয়া, ইউক্রেনের অভ্যন্তরে অবস্থিত গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর কাজে এগুলো ব্যবহার করেছে।’

প্যাটেল সংবাদদাতাদের বলেন, ‘সম্পর্ক গভীর হওয়ার বিষয়টি একটি হুমকি এবং এটা শুধু ইউক্রেনের জন্যই বিপদের কারণ নয়; বরং রাশিয়ার প্রতিবেশী, ইরানের প্রতিবেশী এবং সার্বিকভাবে, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকির কারণ।’

সোমবার হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি সংবাদদাতাদের ব্রিফিংয়ে জানান, রাশিয়া-ইরান সম্পর্ক রাশিয়াকে ইউক্রেনে আরো বেশি মানুষ হত্যা করার এবং ইরানকে সামরিক সরঞ্জামের সম্ভার গড়ে তোলার সুযোগ করে দেয় এবং প্রতিবেশী দেশগুলোর প্রতি আরো বড় আকারের হুমকি সৃষ্টি করে।
সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement