১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল; হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে

কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল; হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে - ছবি : সংগৃহীত

কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। অস্বাভাবিকভাবে উচ্চ তাপমাত্রার কারণে এই দাবানলের সৃষ্টি হয়েছে। মে মাসের শুরুতে মৌসুমের গড় তাপমাত্রার চেয়ে কখনো কখনো ১০ ডিগ্রি সেলসিয়াস (৫০ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যাচ্ছে। সরকারি রিপোর্টে এ কথা বলা হয়েছে।

কানাডিয়ান সরকারের সর্বশেষ জরিপে বলা হয়েছে, দেশটির কৃষি জমির একটি বড় এলাকা পশ্চিম এবং মধ্য কানাডায় বর্তমানে ‘অস্বাভাবিকভাবে শুষ্ক’ অবস্থা বিরাজ করছে এবং এমনকি অনেক জায়গায় ‘ভয়াবহ খরা’ অব্যাহত রয়েছে।

আলবার্টা প্রদেশের বনভূমিতে দাবানলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। শুক্রবার ৭০টিরও বেশি সক্রিয় আগুনের খবর পাওয়া গেছে, যার মধ্যে বেশ কয়েকটি নিয়ন্ত্রণের বাইরে।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ১৩ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

প্রদেশের উত্তরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফক্স লেক এলাকায় প্রায় ১ হাজর ৫০০ হেক্টর এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে এবং ইতোমধ্যেই প্রায় ২০টি ঘর সমন্বিত একটি ছোট সম্প্রদায়কে গ্রাস করেছে।

ব্রিটিশ কলাম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে দ্বিগুণ প্রভাব পড়েছে। বেশ কয়েকটি দাবানল অভ্যন্তরীণভাবে সক্রিয় রয়েছে, অন্যদিকে প্রদেশের দক্ষিণে দ্রুত বরফগলে হুমকির মুখে পড়ছে, যা নদীর পানির স্তর বাড়িয়ে দিচ্ছে। যার মধ্যে কয়েকটি নদীর পানি তীব্র বেগে উপচে পড়ছে। কর্তৃপক্ষ বলেছে, সপ্তাহান্তে প্রত্যাশিত ভারী বৃষ্টি পরিস্থিতি আরো খারাপ করতে পারে।

প্রাদেশিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘অনেক দিনের অস্বাভাবিকভাবে উষ্ণ তাপমাত্রা ব্রিটিশ কলাম্বিয়ার অভ্যন্তরে বেশিরভাগ অংশ জুড়ে দ্রুত তুষার গলছে এবং উচ্চ প্রবাহ সৃষ্টি করেছে। কিছু এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম কানাডা বারবার চরম আবহাওয়ার কারণে বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে, যার তীব্রতা এবং ফ্রিকোয়েন্সি বিশ্ব উষ্ণায়নের কারণে বেড়েছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২

সকল