২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সু চি’র দল ভেঙে দেয়ার নিন্দায় যুক্তরাষ্ট্র

অং সান সু চি - ছবি - ইন্টারনেট

যুক্তরাষ্ট্র বুধবার ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি’র দল ভেঙে দেয়ার জন্য মিয়ানমারের জান্তা সরকারের নিন্দা জানিয়ে বলেছে, এমন পদক্ষেপ দেশটিতে আরো অস্থিতিশীলতা ডেকে আনবে।

খবর এএফপি’র।

মিয়ানমারের সাবেক নাম ব্যবহার করে মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ভেদান্ত প্যাটেল বলেন, ‘আমরা ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিসহ ৪০টি রাজনৈতিক দলকে বাতিল করার বার্মার সামরিক শাসকের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই।’

‘বার্মার সকল স্টেহোল্ডারদের অংশগ্রহণ ছাড়া যেকোনো নির্বাচনকে অবাধ বা সুষ্ঠু বলে বিবেচনা করা যায় না। এক্ষেত্রে সামরিক শাসনের ব্যাপক বিরোধিতার পরিপ্রেক্ষিতে নির্বাচনের ব্যাপারে সরকারের একতরফা পদক্ষেপ দেশের অস্থিতিশীলতা সম্ভাবত আরো বাড়িয়ে তুলবে।’


আরো সংবাদ



premium cement