২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

সিরিয়া ইস্যুতে ইরানের সাথে সঙ্ঘাত চান না বাইডেন

সিরিয়া ইস্যুতে ইরানের সাথে সঙ্ঘাত চান না বাইডেন - ছবি : রয়টার্স

সিরিয়া ইস্যুতে ইরানের সাথে সঙ্ঘাত চায় না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইরান-সমর্থিত সিরিয়ার সশস্ত্র বাহিনীর ঘাঁটিতে মার্কিন সেনাবাহিনী বিমান হামলা চালানোর পর শুক্রবার সন্ধ্যায় এমন মন্তব্য করেন তিনি।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘ভুল বুঝবেন না। ইরানের সাথে সঙ্ঘাত চায় না যুক্তরাষ্ট্র। আমরা কেবল আমাদের নাগরিকদের সুরক্ষা দিতে চাই।’

গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইরান-সমর্থিত সশস্ত্র বাহিনীর ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছিল মার্কিন সেনাবাহিনী। এতে সশস্ত্র বাহিনীর ১৪ জন সদস্য নিহত হয়।

এর আগে গত বছরের অক্টোবরে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠিটি মার্কিন নেতৃত্বাধীন একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছিল। ওই হামলায় একজন মার্কিন ঠিকাদার নিহত হন। আহত হন চার মার্কিন সৈন্য ও অন্য এক ঠিকাদার। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এ হামলা চালায় যুক্তরাষ্ট্র।

সূত্র : আলজাজিরা নেট ও অন্যান্য


আরো সংবাদ



premium cement