২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

চীনের মতো শক্তিশালী, শৃঙ্খলাপরায়ণ শত্রু দেখিনি! মন্তব্য আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থীর

নিকি হ্যালি - ছবি : সংগৃহীত

চীনের মতো শক্তিশালী এবং অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ শত্রু আগে কখনো দেখেনি মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার এমনই মন্তব্য করলেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালি।

শুক্রবার রিপাবলিকান দলের বার্ষিক অনুষ্ঠান ছিল। সেখানে আমেরিকার পররাষ্ট্রনীতির উপর আলোকপাত করতে গিয়ে চীনের প্রসঙ্গ টেনে আনেন হ্যালি। তখনই তিনি বলেন, 'আমেরিকাকে যে সব দেশ ঘৃণা করে, সেই সব দেশকে আর্থিক সহযোগিতা করা উচিত নয়।'

ওই সভায় গুপ্তচর বেলুনের প্রসঙ্গও তুলেছেন হ্যালি। সম্প্রতি আমেরিকার আকাশে এক ধরনের বেলুন দেখা গিয়েছিল। আমেরিকা দাবি করে, চরবৃত্তির জন্যই এগুলো ব্যবহার করছে চীন। অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছে বেইজিং। এই ঘটনা যে দেশের পক্ষে অত্যন্ত অস্বস্তির তা-ও বলেছেন হ্যালি। তার কথায়, 'কোনো দিন ভাবিনি, আকাশের দিকে তাকিয়ে চীনের গুপ্তচর বেলুন দেখতে হবে আমেরিকাবাসীদের। আর চীনের গুপ্তচর বেলুন দেখবে আমাদের! এটা সত্যিই দেশের জন্য একটি বড় অস্বস্তির বিষয়।'

হ্যালি জানিয়েছেন, আমেরিকার মাটিতে চিনের একাধিক সংস্থা কাজ করে চলেছে। কিছু কিছু আবার সেনাঘাঁটির খুব কাছেই। এ প্রসঙ্গে তার প্রশ্ন, কী করে এই চীনকে এত সুযোগ দিচ্ছে জো বাইডেনের সরকার? হ্যালির কথায়, 'আমরা কী করছি? কেন এক শত্রুকে আমাদের দেশে জমি কেনার সুযোগ দিচ্ছি?' প্রত্যকটি বিশ্ববিদ্যালয়কে এই নির্দেশ দেয়া উচিত, হয় তারা চীনের অর্থ নিক, না হয় আমেরিকার। দু’নৌকায় পা দিয়ে চলা যাবে না বলেও মন্তব্য করেছেন হ্যালি।

একটি নতুন আমেরিকা গড়ে তুলতে চান হ্যালি। যে আমেরিকা হবে আরো মজবুত। আরো সতর্ক। তার কথায়, 'প্রেসিডেন্ট পদপ্রার্থীর দৌড়ে সামিল হওয়ার একটাই কারণ, আমি এমন এক আমেরিকা গড়ে তুলতে চাই, যে আমেরিকা দুর্বল হবে না, বরং আরো মজবুত হবে। যার জন্য আমরা গর্ববোধ করব।'
সূত্র : আনন্দবাজার পত্রিকা

 


আরো সংবাদ



premium cement
সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে : ড. মঈন খান সাজেকে পাহাড়ি খাদে পড়ে মাহিন্দ্রচালক নিহত জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবার কবরে শুয়ে ছেলের প্রতিবাদ ইসরাইলি হামলায় গাজায় আরো ৭১ জন নিহত পানছড়ি উপজেলায় চলমান বাজার বয়কট স্থগিত ঘোষণা আওয়ামী লীগ দেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে : দুদু যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের এন্ডারসন লড়াই ছাড়া পথ নেই : নোমান জার্মানির অর্থ যেভাবে সিরিয়ায় যুদ্ধাপরাধে ব্যবহার হচ্ছে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেনের মেয়াদ বাড়ল

সকল