গুয়ানতানামো কারাগারে করোনা আক্রান্তের সংখ্যা এক-তৃতীয়াংশ বেড়েছে
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ জানুয়ারি ২০২৩, ১২:১৬, আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩, ১২:২২
গুয়ানতানামো বে কারাগারে বন্দীদের করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক-তৃতীয়াংশ বেড়েছে। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।
পত্রিকাটি জানিয়েছে যে বন্দীদের মধ্যে যারা করোনা পরীক্ষা করেছে তাদের মধ্যে দু’জনের শনাক্ত হয়েছে। এদের একজন আবু জুবায়দাহ। সিআইএ’র বিশেষ জিজ্ঞাসাবাদ প্রোগ্রামের অধীনে নির্যাতনের শিকার হওয়া প্রথম বন্দীদের একজন তিনি।
আরেকজন হলেন গুলেদ হাসান দুরান। তিনি একজন সোমালি নাগরিক। ২০০৬ সাল থেকে গুয়ানতানামো বে’তে কোনো অভিযোগ ছাড়াই আটক আছেন।
আক্রান্ত দু’জনকেই ক্যাম্প ফাইভে রাখা হয়েছে। একটি সর্বোচ্চ নিরাপত্তা কারাগার হিসেবে পরিচিত।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এদের ছাড়াও কমপক্ষে আরো ১০ জন করোনা আক্রান্ত বন্দী ক্যাম্প সিক্সে আছে। যেখানে একটি মাঝারি মানের নিরাপত্তা সুবিধা রয়েছে। যেখানে বন্দীদের জন্য খাবার, প্রার্থনা এবং বিনোদনের জন্য একটি জায়গা রয়েছে।
পত্রিকাটি গত সপ্তাহে জানিয়েছে যে আবু জুবায়দাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবং করোনা প্রাদুর্ভাবের কারণে সমস্ত আইনি সভা বাতিল করা হয়েছে।
নিউইয়র্ক টাইমসের বলা করোনা আক্রান্ত বন্দীদের সংখ্যাটি অস্বীকার করেছে পেন্টাগন।
এই ব্যাপারে জানতে মিডল ইস্ট আই প্রতিরক্ষা বিভাগে যোগাযোগ করলেও প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানতে পারেনি।
সূত্র: মিডল ইস্ট আই
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা