২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সিটবেল্ট না বাঁধায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জরিমানা

সিটবেল্ট না বাঁধায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জরিমানা - ছবি : বাসস

চলন্ত গাড়িতে সিটবেল্ট না বেঁধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ধারণ করায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জরিমানা করা হয়েছে।

শুক্রবার ব্রিটিশ পুলিশ তাকে জরিমানা করে।

ল্যাঙ্কাশায়ার পুলিশ সরাসরি সুনাকের নাম উল্লেখ না করে এক টুইটার বিবৃতিতে বলেছে, ‘আমরা আজ লন্ডনের একজন ৪২ বছর বয়সী ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ জরিমানা শর্তসাপেক্ষে দেয়ার প্রস্তাব দিয়েছি।’

জানা গেছে, তিনি হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। আদালতের শুনানি এড়াতে সুনাক নির্দিষ্ট পরিমাণ জরিমানা দিতে পারেন।

ডাউনিং স্ট্রিট একটি বিবৃতিতে বলেছে, সুনাক বিষয়টি পুরোপুরি স্বীকার করেছেন, ‘এটি আমার ভুল ছিল এবং তিনি ক্ষমা চেয়েছেন’।

বিবৃতিতে অরো বলা হয়, তিনি অবশ্যই নির্দিষ্ট পরিমাণ জরিমানা বা শাস্তি মেনে চলবেন।

বিবিসি জানিয়েছে, গাড়ির যাত্রী হিসেবে সিট বেল্ট না পরার জন্য জরিমানা হবে ১০০ পাউন্ড। মামলাটি আদালতে গেলে সুনাক জরিমানা দিতে হবে ৫০০ পাউন্ড।

বৃহস্পতিবার উত্তর ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার ভ্রমণ করার সময় ঋষি সুনাক চলন্ত গাড়িতে চড়ে একটি ভিডিও করেন।

ডাউনিং স্ট্রিট জানায়, বৃহস্পতিবার ভিডিওটি প্রকাশিত হওয়ার পরেই সুনাক ত্রুটির জন্য ক্ষমা চান এবং তার ইনস্টাগ্রাম থেকে ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছে।

সুনাককে পুলিশের জরিমানা করার ঘটনা এই প্রথম নয়। ২০২০ সালের জুন মাসে মহামারী করোনার সময় ব্রিটেনের অর্থমন্ত্রী থাকাকালীন ডাউনিং স্ট্রিটের একটি পার্টিতে যোগদানকালে সামাজিক দূরত্ব বজায় না রাখার কারণে তাকে জরিমানা করা হয়েছিল।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ওসমানীনগরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২ সহ-অধিনায়ক হতে পারেন রিজওয়ান মেক্সিকোয় মেয়র প্রার্থী ছুরিকাঘাতে নিহত রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহেও ক্লাস বন্ধ ঘোষণা দেশীয় খেলাকে সমান সুযোগ দিন : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের শোষণ থেকে জনগণকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হতে হবে : মিয়া গোলাম পরওয়ার সিংড়ায় প্রতিমন্ত্রীর শ্যালককে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ আ’লীগের চুয়াডাঙ্গায় হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর নারীর মৃত্যু ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৬ শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩

সকল