২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নতুন প্যাকেজ ঘোষণা

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নতুন প্যাকেজ ঘোষণা - ছবি : সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের নতুন ধাপে প্রস্তুতির মধ্যে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইউক্রেনের জন্য ২৫০ কোটি ডলারের অস্ত্র ও গোলাবারুদের একটি বিশাল নতুন প্যাকেজ ঘোষণা করেছে।

পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, এই প্যাকেজে কিয়েভের অনুরোধ করা যুদ্ধ ট্যাঙ্কের গুণাগুণ নেই, তবে এতে ৯০টি স্ট্রাইকার সাঁজোয়া কর্মীবাহক, একটি অতিরিক্ত ৫৯টি ব্র্যাডলি পদাতিক ফাইটিং যান, অ্যাভেঞ্জার এয়ার ডিফেন্স সিস্টেম, বড় এবং ছোট যুদ্ধাস্ত্র রয়েছে।

এতে বলা হয়, ‘পূর্বে ৬ জানুয়ারি প্রতিশ্রুত ৫০টি ব্র্যাডলির সাথে ‘এই প্যাকেজে অন্তর্ভুক্ত ৫৯টি ব্র্যাডলি আইএফভি এবং ৯০টি স্ট্রাইকার এপিসি ও সাঁজোয়া সক্ষমতার দু’টি ব্রিগেড ইউক্রেনকে প্রদান করবে।’

গত সপ্তাহে ঘোষিত তিন বিলিয়নেরও বেশি প্যাকেজে প্রাথমিক ৫০টি ব্র্যাডলি অন্তর্ভুক্ত ছিল। সর্বশেষ প্যাকেজটি ইউক্রেনে রাশিয়ার ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে আক্রমণের পর থেকে মোট মার্কিন সামরিক সহায়তা ২৬.৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement