১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

সিরিয়ায় আবারো টহল শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী

- ছবি - এপি

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলের কুর্দি এলাকায় আবারো টহল শুরু করেছে। তুরস্ক বিমান হামলা চালানোর পর শুক্রবার ওই এলাকায় টহল শুরু হয়।

সিরিয়া ও ইরাকের কুর্দি-নিয়ন্ত্রিত এলাকায় ২০ নভেম্বর তুর্কি হামলার পর টহল কমিয়ে দেয়া হয়েছিল। ইস্তাম্বুলে ভয়াবহ বোমা হামলার জন্য কুর্দি গোষ্ঠীগুলোকে দায়ী করার পর আঙ্কারা এই হামলা চালায়।

আইএস নিয়ন্ত্রণের অংশ হিসেবে শত শত মার্কিন সৈন্য সিরিয়ায় অবস্থান করছে। তারা পিপলস ডিফেন্স ইউনিট (পিডিইউ) ও কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) সাথে একত্রিত হয়ে টহল দেয়। হাসাকা প্রদেশের রামেইলানের ঘাটিতে মার্কিন পতাকাবাহী দুই থেকে চারটা গাড়ি পৃথক পৃথকভাবে সীমান্তে টহল দেয়।

সাধারণত ওই এলাকায় ২০টির মতো টহল দেয়া হতো। তবে তুর্কি হামলার পর তা পাঁচ থেকে ছয়ে নেমে এসেছে।

উল্লেখ্য, পিডিইউ ও পিকেকে সংগঠনকে সন্ত্রাসী তকমা দিয়েছে তুরস্ক।


আরো সংবাদ



premium cement