১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

জি-২০ সম্মেলন : ট্রুডোর সাথে তর্কে লিপ্ত হলেন চীন প্রেসিডেন্ট

চীনের প্রেসিডেন্ট শি জিন পিং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ভর্ত্সনা করেন। - ছবি : সংগৃহীত

জি-টুয়েন্টি সম্মেলনে আগেকার বৈঠকের বিস্তারিত তথ্য ফাঁস করে দেয়ার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিন পিং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ভর্ত্সনা করেন।

বুধবার ওই বৈঠকে ট্রুডো অভ্যন্তরীণ বিষয়ে চীনা হস্তক্ষেপে উদ্বেগ প্রকাশ করেন।

ইন্দোনেশিয়ায় এই দু’নেতার মধ্যে সংক্ষিপ্ত আলাপ হয় এবং প্রচার মাধ্যম তা রেকর্ড করতে সক্ষম হয়। চীনা দো-ভাষীর ঠিক পেছনেই একটি টিভি ক্যামেরা ছিল এবং তাতে দু’জনের আলাপচারিতার দৃশ্য দেখা যাচ্ছিল।

দো-ভাষীর মাধ্যমে শি ট্রুডোকে বলেন, ‘আমরা যা আলোচনা করেছি তা পত্রিকায় ফাঁস হয়ে গেছে, সেটা ঠিক হয়নি। আর সেভাবে তো আলোচনা হয়নি, যদি আপনার পক্ষ থেকে এ ব্যাপারে আন্তরিকতা থাকে।’ এ সময়ে ট্রুডো শিকে থামিয়ে দিয়ে তার দিকে এগিয়ে গিয়ে বলেন,

‘কানাডায় আমরা মুক্ত ও খোলামেলা সংলাপে বিশ্বাস করি এবং আমরা সেটাই অব্যাহত রাখবো। আমরা গঠনমূলকভাবে একসাথে কাজ করে যাব কিন্তু এমন কিছু বিষয়তো থাকবেই যাতে আমরা এক মত হবো না।’

ট্রুডোর উত্তর দেয়ার সময়ে শি তার প্রতি চেয়েছিলেন।

তিনি দোভাষীর মাধমে বলেন, ‘আসুন আমরা প্রথমে সেই পরিস্থিতি সৃষ্টি করি।’

দু’জনেই পরে করমর্দন করেন।

মঙ্গলবার ট্রুডো প্রথমে শি’র সাথে জি-২০ সম্মেলনে কথা বলেন। কানাডার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই দু’জন ইউক্রেনে রাশিয়ার আক্রমণ, উত্তর কোরিয়া জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলেন এবং ট্রুডো ‘কানাডার হস্তক্ষেপের বিষয়ে আমাদের গুরুতর উদ্বেগের’ কথাও তুলে ধরেন।

এই তর্ক সম্পর্কে পরে এক সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হলে ট্রুডো বলেন, ‘সব আলোচনাই সব সময়ে সহজ হয় না। তবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, কানাডার জনগণের জন্য যেটা জরুরি আমরা তার পক্ষে থাকবো।’

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেল্যানি জলিও বলেন, তিনি জি-২০ বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে চীনের হস্তক্ষেপ সম্পর্কে কথা বলেন।

সূত্র : ভয়েজ অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
মানবতার কল্যাণে জীবন বাজি রেখে আন্দোলনে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭ ফিট তামিমকে যেকোনো ফরম্যাটের দলে চান বাংলাদেশ অধিনায়ক বিকেবি ও রাকাব একীভূতকরণের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অপহৃত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার রামেক আইসিইউতে, গ্রেফতার ২ বাংলাদেশের নতুন স্পিন কোচ পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার মান্দায় বিদ্যুৎপৃষ্টে দর্জি ব্যবসায়ীর মৃত্যু সমর্থকদের মাতামাতি করতে মানা করলেন শান্ত বান্দরবানের কেউক্রাডং পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান : আটক ৮, অস্ত্র উদ্ধার স্বাধীনতা সূচকে ১৬৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪১তম নাটোর পৌরসভা কার্যালয়ের ভিতরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

সকল