২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ইউক্রেনকে আরো অস্ত্র দিবে আমেরিকা

ইউক্রেনকে আরো অস্ত্র দিবে আমেরিকা - ছবি : সংগৃহীত

ইউক্রেনকে আরো এক বিলিয়ন ডলারের অস্ত্র দেয়া হবে বলে জানিয়েছে আমেরিকা। সোমবার হোয়াইট হাউস থেকে একথা জানানো হয়।

ইউক্রেন জানিয়েছে, মার্কিন দূরপাল্লার মিসাইল ব্যবহার করেই তারা খেরসনে কৌশলী সুবিধা পেয়েছে। তাদের আরো মিসাইল প্রয়োজন বলেও জানিয়েছে ইউক্রেন।

আমেরিকাও জানিয়েছে, তাদের আরো অস্ত্র দেয়া হবে। এক সপ্তাহ আগেই আমেরিকা ৫০০ মিলিয়ন ডলারের একটি প্যাকেজ ঘোষণা করেছিল। এবার ঘোষণা হলো এক বিলিয়ন ডলারের অস্ত্রের প্যাকেজ। অন্যদিকে, জার্মানির অস্ত্রও ইউক্রেনে গিয়ে পৌঁছেছে।

এদিকে ইউক্রেনের ঝাপোরিজ্ঝিয়ার পরমাণু প্রকল্পে যেতে চায় জাতিসঙ্ঘ। জাতিসঙ্ঘের প্রধান আন্তোনিও গুতেরেস আবেদন করেছেন, তাদের প্রতিনিধিদের যেন ওই পরমাণু কেন্দ্রে যাওয়ার অনুমতি দেয়া হয়।

ওই কেন্দ্রটি নিয়ে চিন্তায় জাতিসংঘসহ একাধিক সংস্থা। কারণ সম্প্রতি ওই কেন্দ্রে মিসাইল হামলা হয়েছে। যার দায় রাশিয়া এবং ইউক্রেন একে অপরের উপর চাপিয়ে দিয়েছে। ঝাপোরিজ্ঝিয়া পরমাণু প্রকল্পটি এখন রাশিয়ার দখলে। কিন্তু তার ভেতর ইউক্রেনের কর্মীরা এখনো কাজ চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি ওই কেন্দ্রের ভেতরে মিসাইল ছোঁড়া হয়।


আরো সংবাদ



premium cement