২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

হামলার সম্ভাব্য সময় জানালেন বাইডেন, রাশিয়া বলছে যুদ্ধ চাই না

হামলার সম্ভাব্য সময় জানালেন বাইডেন, রাশিয়া বলছে যুদ্ধ চাই না - ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগ বাড়িয়ে বলেছেন, আগামী মাসেই সম্ভবত ইউক্রেনে হামলা চালিয়ে বসতে পারে রাশিয়া। এর জবাবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তারা যুদ্ধ চান না।

আজ শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নিজ দেশের এক রেডিওকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, তারা ইউক্রেনের সাথে সংঘাতে জড়াতে চাইছেন না। তবে, মস্কো তার নিরাপত্তা স্বার্থকে উপেক্ষিত হতে দেবে না।

অনেক দিন ধরেই ইউক্রেন ইস্যুতে পাশ্চাত্যের নেতারা নানা ধরনের সতর্কতামূলক বক্তব্য দিয়ে আসছেন। এরমধ্যে জো বাইডেন সতর্ক করে বলেছেন, রাশিয়া আগামী ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে বলে ‘স্পষ্ট সম্ভাবনা’ রয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউজ জানিয়েছে, বাইডেন প্রকাশ্যেই এমন সতর্কবার্তা দিয়েছেন।

তবে বাইডেনের এমন বক্তব্যের জবাবে এবারো মস্কো বলছে ভিন্ন কথা। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, তাদের পক্ষ থেকে যুদ্ধ বাধানো হবে না। ইউক্রেন ইস্যুতে তিনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনিও ব্লিঙ্কেনের সাথে দেখা করবেন বলেও ইঙ্গিত দেন।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার লক্ষাধিক সেনা মোতায়েনের পর থেকেই যুদ্ধের আশঙ্কা করছে পাশ্চাত্যের দেশগুলো। রাশিয়া বলে আসছে, ইউক্রেনের সাথে যুদ্ধের জন্য এসব সেনা মোতায়েন করা হয়নি। পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণ বন্ধের দাবি জানিয়ে আসছে রাশিয়া।


আরো সংবাদ



premium cement