২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ক্যাপিটল দাঙ্গা তদন্তে ইভাঙ্কা ট্রাম্পের সহযোগিতা চেয়েছে কমিটি

ইভাঙ্কা ট্রাম্প - ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে ৬ জানুয়ারী, ২০২১ সালের দাঙ্গার তদন্তকারী কংগ্রেসনাল কমিটি বৃহস্পতিবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যাকে স্বেচ্ছায় এই তদন্তে সহযোগিতা করতে বলেছে।

ইভাঙ্কা ট্রাম্পের কাছে একটি চিঠিতে, কমিটির চেয়ারম্যান বেনি টম্পসন বলেছেন যে প্যানেল তার কাছে জানতে চায় যে তিনি ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের হেরে যাওয়ার কংগ্রেসনাল সার্টিফিকেশনকে ব্যর্থ করার জন্য তার বাবার প্রচেষ্টা সম্পর্কে তিনি কী জানেন।

আইন প্রণেতারা ডেমোক্র্যাট জো বাইডেনকে নতুন প্রেসিডেন্ট হিসেবে প্রত্যায়ন করার প্রাথমিক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটলের ভেতরে তাণ্ডব চালালে ডোনাল্ড ট্রাম্প কী করেছেন তাও তারা জানতে চান।

সাবেক প্রথম কন্যা তদন্তে সহযোগিতা করবেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

টম্পসন বলেন, যে কমিটি তার বাবার হোয়াইট হাউজের উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্পের সাথে দেখা করতে চায়, কারণ বাইডেনের অভিষেকের দুই সপ্তাহ আগে এবং ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ছেড়ে যাওয়ার আগে ২০২১ সালের ৬ জানুয়ারীর সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে ছিলেন।


আরো সংবাদ



premium cement