১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

‘চীনের অস্ত্র উন্নয়নের ঘটনা পর্যবেক্ষণ করছে আমেরিকা’

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা -

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, চীন যে উন্নত অস্ত্রের পরীক্ষা চালিয়েছে ওয়াশিংটন তা পর্যবেক্ষণ করছে। তবে তিনি চীনের পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

লয়েড অস্টিন বলেছেন, চীনের এ ধরনের অস্ত্র উন্নয়নের ফলে শুধুমাত্র আঞ্চলিক উত্তেজনা বাড়বে।

তিনি আরো বলেন, বেইজিং থেকে আসা সামরিক চ্যালেঞ্জগুলোকে ওয়াশিংটন খুবই গুরুত্বের সাথে দেখবে। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত জর্জিয়া প্রজাতন্ত্র সফরের সময় লয়েড অস্টিন সাংবাদিকদের এসব কথা বলেন।

ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস এক খবরে জানিয়েছে, গত জুলাই মাসে চীন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে কিন্তু চীন তা অস্বীকার করছে। বেইজিং বলেছে, এটি কোনো ক্ষেপণাস্ত্র ছিল না, এটি ছিল একটি মহাকাশযান।

আমেরিকা এবং রাশিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এবং গত মাসে উত্তর কোরিয়া বলেছে যে, তারা নতুন তৈরি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যা শনাক্ত ও প্রতিহত করা খুবই কঠিন কাজ।
সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement