২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মেক্সিকোতে পাহাড় ধসে ৪ জন নিখোঁজ

মেক্সিকোতে পাহাড় ধসে ৪ জন নিখোঁজ -

মেক্সিকো সিটির কাছে শুক্রবার পাহাড় ধসে কমপক্ষে চারজন নিখোঁজ রয়েছেন। পাহাড়ের পাশে থাকা ঘর বাড়ির ওপর বিশাল আকারের মাটি ধসে পড়লে তারা নিখোঁজ হন। উদ্ধার কর্মীরা তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

রাজধানীর একেবারে উপকণ্ঠে অবস্থিত তলালনাপেন্তলার মেয়র রাসিয়েল পেরেজ বলেন, ‘এটি একটি মর্মান্তিক ঘটনা।’

তিনি জানান, সেখানে পাহাড় ধসে মাটির নিচে তিনটি বাড়ি চাপা পড়েছে।

কর্তৃপক্ষ জানায়, ধসে পড়া মাটি সরাতে ঘটনাস্থলে একটি খনন যন্ত্রসহ শক্তিশালী মেশিনারি পাঠানো হয়েছে এবং পাশের ঘরবাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।

মেয়রের দফতর থেকে প্রকাশ করা বিভিন্ন ছবিতে জরুরি কর্মীদের ধসে পড়া বিশাল আকারের মাটির স্তুপ সরিয়ে ফেলতে দেখা যাচ্ছে।

মেক্সিকোর মধাঞ্চলে প্রবল বর্ষণ এবং প্রশান্ত মহাসাগর উপকূলের কাছে মঙ্গলবার রিখটার স্কেলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর সেখানে এ পাহাড় ধসের ঘটনা ঘটলো। মেক্সিকোর রাজধানী ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে এ ভূমিকম্প অনুভূত হয়।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement