১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন -

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন মিত্রদের একত্রিত করার লক্ষ্যে দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে যাচ্ছেন। করোনাভাইরাসে পর্যুদস্ত এই মিত্র রাষ্ট্রগুলো চীনের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতায় উদ্বিগ্ন।

এশিয়া সফরের প্রাক্কালে তার সাথে আলাস্কা সফররত সংবাদাতাদের অস্টিন বলেন, আমরা ওই অঞ্চলের স্থিতিশীলতাকে বিশেষ মূল্য দিই, সুতরাং আমার লক্ষ্য হচ্ছে সম্পর্কগুলোকে আরো জোরালো করে তোলা।

আগামি সপ্তাহে অস্টিন সিঙ্গাপুর, ভিয়েতনাম এবং ফিলিপিন্স সফরে যাবেন। এটি হচ্ছে বাইডেন প্রশাসনের একজন শীর্ষ সদস্যের এই প্রথম দক্ষিণ এশিয়া সফর এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অস্টিনের দ্বিতীয় সফর। এবারের সফরকে তিনি ‘পেন্টাগনের তত্পরতার অগ্রাধিকারের স্থান’ বলে অভিহিত করেন।

অস্টিন তার আসন্ন সিঙ্গাপুর সফরের সময়ে ২৭ জুলাই ইন্টারন্যাশানাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজে মূল ভাষণ দেবেন। এই ভাষণে অস্টিন গোটা এলাকায় চীনের আগ্রাসন সম্মিলিতভাবে প্রতিরোধে নতুন দৃষ্টিভঙ্গির কথা বলবেন বলে মনে করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, চীনের উপকূল রক্ষী এবং নৌ মিলিশিয়ার জাহাজগুলো ফিলিপিনের নিজস্ব অর্থনৈতিক অঞ্চলে প্রবেশ করে জেলেদের প্রায়ই হয়রানি করে। চীনা জাহাজগুলো মালায়েশিয়া ও ভিয়েতনামের উপকূলের অদূরে তেল ও গ্যাস অনুসন্ধানী কর্মীদেরও হয়রানি করেছে এবং এতে তাদের জ্বালানি শক্তির উন্নয়ন ব্যাহত হচ্ছে।

অস্টিন বুধবার পেন্টাগনে সংবাদাতাদের বলেন যে, সমুদ্রগুলোর স্বাধীনতার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি তিনি পুনঃনিশ্চিত করার পরিকল্পনা করছেন। তিনি বলেন, প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দক্ষিন-চীন সাগরে এই সামুদ্রিক স্বাধীনতার বিরুদ্ধে চীন অযথা ভিত্তিহীন দাবি করে আসছে।
সূত্র : ভয়েস অফ আমেরিকা


আরো সংবাদ



premium cement
শিবপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর নিহত চকরিয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩ গাজা মানবিক নরকে পরিণত হয়েছে : জাতিসঙ্ঘ প্রধান রাফা হামলার পরিকল্পনা ইসরাইলের ত্যাগ করা উচিত : চীন গাজা যুদ্ধে নতুন যে কৌশল অবলম্বন করল ইসরাইল হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতক শিশু ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার ঢাকা সফর স্থগিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিডিপি গঠন করা হবে : পরিবেশমন্ত্রী অননুমোদিত জমি ভরাট কার্যক্রমের সন্ধান পেলে দ্রুত ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা ইসরাইলকে পারমাণবিক স্থাপনায় আঘাতের ব্যাপারে সতর্ক করলো আইআরজিসি

সকল