২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

তাইওয়ানকে ২.৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন দিচ্ছে যুক্তরাষ্ট্র

তাইওয়ানকে ২.৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন দিচ্ছে যুক্তরাষ্ট্র - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র দেশের জনস্বাস্থ্য ও ভূ-রাজনৈতিক অনুদানের ক্ষেত্রে পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী তাইওয়ানে মডার্নার ২ দশমিক ৫ মিলিয়ন ডোজ করোনা ভ্যাকসিনের পাঠাচ্ছে।

রোববার বিমানযোগে চালানটি পৌঁছানোর কথা ছিলো বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস।

তাইওয়ানের আমেরিকান ইনস্টিটিউট তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘অনুদানটি বিশ্বস্ত বন্ধু এবং গণতন্ত্রের আন্তর্জাতিক পরিবারের সদস্য হিসেবে তাইওয়ানের প্রতি আমাদের প্রতিশ্রুতি প্রতিফলিত করে।’

তুলনামূলকভাবে তাইওয়ানও করোনাভাইরাসে আচ্ছাদিত ছিলো। মে মাস থেকে নতুন করে করোনার তীব্র সংক্রমণের কারণে করোনার ভ্যাকসিনের আবেদন করেছিল। দেশটি সরাসরি মডার্নার কাছ থেকে ৫ দশমিক ৫ মিলিয়ন করোনার ভ্যাকসিন ডোজ অর্ডার করেছিল। তবে শুক্রবারে পৌঁছে যাওয়া দ্বিতীয় চালানসহ এ পর্যন্ত কেবলমাত্র ৩ লাখ ৯০ হাজার ভ্যাকসিন ডোজ পেয়েছে দেশটি।

চীন থেকে ক্রমবর্ধমান চাপের মুখে মার্কিন অনুদানও তাইওয়ানের পক্ষে তাদের সমর্থনকে ইঙ্গিত দেয়, যা পূর্ব উপকূলের স্ব-শাসিত দ্বীপটিকে তার অঞ্চল হিসেবে দাবি করে। তবে তাইওয়ানের সাথে আমেরিকার আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।

যুক্তরাষ্ট্র এই মাসের শুরুর দিকে তাইওয়ানের জন্য ৭ লাখ ৫০ হাজার টিকার ডোজ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement