২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

যুক্তরাষ্ট্রে করোনা প্রতিরোধী ৬ কোটি টিকা ফেলে দেয়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রে করোনা প্রতিরোধী ৬ কোটি টিকা ফেলে দেয়ার নির্দেশ - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) করোনাভাইরাস প্রতিরোধী টিকা তৈরিকারী প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনকে ছয় কোটি ডোজ টিকা ফেলে দেয়ার নির্দেশ দিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এই নির্দেশ জানায় সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, টিকাগুলো ব্যবহারের জন্য উপযুক্ত না থাকায় তা ফেলে দেয়ার নির্দেশ দেয়া হচ্ছে।

পাশাপাশি প্রতিষ্ঠানটিকে কিছু টিকা ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে বলে বিবৃতিতে জানায় এফডিএ। তবে তার সংখ্যা সম্পর্কে বিবৃতিতে স্পষ্টভাবে কিছু প্রকাশ করা হয়নি।

সংশ্লিষ্ট একটি সূত্র অবশ্য জানিয়েছে, জনসন অ্যান্ড জনসনকে মোট এক কোটি টিকা প্রয়োগের অনুমোদন দেয়া হয়েছে।

এফডিএর বিবৃতিতে বলা হয়, তৈরির ইতিহাস এবং গুণগত মানের পরীক্ষাগত ফলাফলের বিবেচনাসহ পূর্বের রেকর্ডের পর্যবেক্ষণের মাধ্যমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্র : সিএনএন ও এনবিসি নিউজ


আরো সংবাদ



premium cement