২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

আকাশেই উড়ন্ত বিমান থামাতে চিৎকার যাত্রীর!

ডেল্টা এয়ারের একটি বিমান - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারের একটি ফ্লাইট লস অ্যাঞ্জেলস থেকে যাচ্ছিল ন্যাশভিল। মধ্য আকাশে বিমানটি থাকতেই হঠাৎ এক যাত্রী তার আসন ছেড়ে উঠে দাঁড়ান। ওই যাত্রী দৌড়ে গিয়ে ককপিটের দরজায় ক্রমাগত আঘাত করতে করতে বিমান থামানোর জন্য চিৎকার করতে থাকেন।

এই সময় বিমান ক্রু ও অন্য যাত্রীরা তাকে শান্ত করার জন্য চেষ্টা করতে থাকেন। এক পর্যায়ে ওই যাত্রী শান্ত হন।

এই অবস্থায় নিউ মেক্সিকোর আলবুকার্কিতে জরুরি অবতরণে বাধ্য হয় বিমানটি। বিমানটি অবতরণের পর ওই যাত্রীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টেনে হিঁচড়ে নামিয়ে আনেন।

সংবাদমাধ্যম সিএনএনকে ওই বিমানে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী বলেন, মনে হলো বিনা উস্কানিতে ওই যাত্রী আসন ছেড়ে উঠে দাঁড়ায় এবং পাইলটের কেবিনের দিকে ছুটতে থাকে। সেখানে গিয়ে ককপিটের দরজায় আঘাত করতে শুরু করে।

অপর যাত্রী জেসিকা রবার্টসন ঘটনাটিকে ভয়াবহ হিসেবে উল্লেখ করে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে নেয়ার জন্য বিমান ক্রুদের প্রশংসা করেন।

এদিকে মার্কিন সংবাদমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে ডেল্টা ফ্লাইট যাত্রী ও ক্রুদের প্রশংসা করে তাদের ধন্যবাদ জানিয়েছে।

বিমানটি অবতরণের পর বাকী যাত্রীদের পাঁচ ঘণ্টা আলবুকার্কিতে থাকতে হয়েছে। পরে নতুন বিমানে করে তাদের ন্যাশভিলে নিয়ে যাওয়া হয়।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
গাজার ২টি হাসপাতালে গণকবরের সন্ধান, তদন্তের আহ্বান জাতিসঙ্ঘের তীব্র তাপদাহে পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ বিএনপির ৬ জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ, সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা মাতামুহুরিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগ ফেনীতে ইসতিসকার নামাজে মুসল্লির ঢল গাজা যুদ্ধের মধ্যেই ১০০ শতাংশ ছাড়িয়েছে ইসরাইলের সামরিক ব্যয় মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা : কাদের গ্যাটকো মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি ২৫ জুন বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৩টি সংগঠনের নেতৃত্বে মানববন্ধন

সকল