২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

‘ঐক্যবদ্ধ কমিউনিটি মোকাবিলা করবে মহামারী’

‘ঐক্যবদ্ধ কমিউনিটি মোকাবিলা করবে মহামারী’ - ছবি- নয়া দিগন্ত

সরকারি উদ্যোগের পাশাপাশি কমিউনিটির সমন্বয় হলে করোনা মহামারীর ভয়াবহতা থেকে আমরা সুরক্ষা পাবো, কমিউনিটিকে সুরক্ষা দিতে পারবো। ঐক্যবদ্ধ কমিউনিটি মোকাবিলা করবে মহামারী। নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়ায় জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার হালাল ফুড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেছেন অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানি।

মঙ্গলবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত খাবার বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্টেট সিনেটর মাইক্যাল জিনারিস, যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার রিজিউনাল ম্যানেজার ইমরান আনসারী, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক লিডার অ্যাটর্নি মইন চৌধুরী ও অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি জাবেদ উদ্দিন।

অনুষ্ঠানে জোহরান মামদানি বলেন, করোনাকালে যুক্তরাষ্ট্রসহ বহির্বিশ্বে জাকাত ফাউন্ডেশন যে অনন্য ভূমিকা রেখেছে তা প্রশংসাযোগ্য। তিনি জাকাত ফাউন্ডেশনের প্রকল্পগুলোর সফলতা কামনা করেন।

মাইক্যাল জিনারিস বলেন, করোনা মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জাকাত ফাউন্ডেশনের মতো সংস্থাগুলোর কার্যক্রম অত্যন্ত জরুরি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের কাছে পৌঁছতে জাকাত ফাউন্ডেশন কার্যক্রম অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেন এই স্টেট সিনেটর।

ফাউন্ডেশনের রিজিউনাল ম্যানেজার ইমরান আনসারী বলেন, জাকাত ফাউন্ডেশন ধনীদের দানে বিশ্বের প্রায় ৪২টি দেশে দারিদ্র্য বিমোচনে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে। ভারতে কোভিড-১৯-এর ভয়াবহতার কথা বিবেচনা করে দিল্লিতে জরুরি ভিত্তিতে রোগীদের পাশে দাঁড়িয়েছে জাকাত ফাউন্ডেশন। এসব কার্যক্রম অব্যাহত রাখতে সমাজে ধনাঢ্যদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অ্যাটর্নি মইন চৌধুরী বলেন, ব্যক্তি উদ্যোগে আমরা কমিউনিটির পাশে যেভাবে দাঁড়াচ্ছি, অনুরূপভাবে জাকাত ফাউন্ডেশনের মতো সংগঠনগুলোর কার্যক্রম অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। জাবেদ উদ্দিন বলেন, অ্যাস্টোরিয়ায় জাকাত ফাউন্ডেশনের কার্যক্রমকে স্বাগত জানাতে পেরে অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি আনন্দিত। ভবিষ্যতে নিউ ইয়র্কে জাকাত ফাউন্ডেশনের কার্যক্রম বেগবান করতে সহযোগিতা অব্যাহত রাখবে অ্যাস্টোরিয়া সোসাইটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি সোহেল আহমেদ। সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান শেষে রান্না করা ২০০ প্যাকেট খাবার কমিউনিটির লোকজনের মাঝে বিতরণ করেন উপস্থিত অতিথিরা।


আরো সংবাদ



premium cement