২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রাশিয়াকে আগ্রাসী কর্মকাণ্ড বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের

রাশিয়াকে আগ্রাসী কর্মকাণ্ড বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের - ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, রাশিয়া যদিও ইউক্রেনের সীমান্ত থেকে কিছু সৈন্য প্রত্যাহার করে নিয়েছে তারপরও উল্লেখযোগ্য সংখ্যক বাহিনী ও সাজ-সরঞ্জাম এখনো সেখানে রয়ে গেছে। যুক্তরাষ্ট্র চায়, রাশিয়া যেন তার বেপরোয়া ও আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ রাখে।

বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে দাঁড়িয়ে অ্যান্টনি ব্লিংকেন বলেন, ‘রাশিয়া চাইলে এখনো খুব অল্প সময়ের মধ্যে আগ্রাসী অবস্থানে চলে যেতে পারে।’ তিনি আরো বলেন, ‘এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মুখে ইউক্রেন যে সংযত থেকেছে, আমি এর প্রশংসা করি।’

গত মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারা বলেছিলেন, ইউক্রেনের সীমান্ত বরাবর ও ক্রিমিয়া অঞ্চলে রাশিয়া প্রায় দেড় লাখ সৈন্য সমাবেশ করেছে। এটি ২০১৪ সালের পর ওই অঞ্চলে সর্ববৃহৎ সৈন্য সমাবেশ। ওই বছরই রাশিয়া ক্রিমিয়া অধিগ্রহণ করে। রাশিয়া বলছে, ওই সেনা সমাবেশ ছিল সামরিক মহড়ার অংশ ও এপ্রিলের শেষে তারা তাদের ঘাঁটিতে ফিরে গেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনকে আরো নিরাপত্তা সহায়তা প্রদানের বিষয়ে ভাবছে যুক্তরাষ্ট্র।

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement