২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসনের টিকা স্থগিত

যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসনের টিকা স্থগিত -

এক ডোজেই কাজ হয় বলে জনসন অ্যান্ড জনসনের টিকার প্রতি আগ্রহ বাড়ছিল। কিন্তু ছয়জনের রক্তে জমাট বাঁধায় এবং তাদের মধ্যে একজনের মৃত্যু হওয়ায় এ টিকা আপাতত বন্ধ রাখলো যুক্তরাষ্ট্র৷

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থার সুপারিশে এ টিকা দেয়ার কার্যক্রম স্থগিত করা হয়। আজ দেশটির রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় কেন্দ্র টিকা নেয়ার পর ছয়জনের রক্ত জমাট বাঁধার বিষয়টি খতিয়ে দেখবে৷

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, রক্ত জমাট বাঁধা ছয়জনই নারী। তাদের বয়স ১৮ থেকে ৪৮ বছরের মধ্যে। ছয়জনের এক জন মারা গেছেন, আরেক জন সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন৷

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত জনসন অ্যান্ড জনসনের ছয় লাখ ৮০ হাজার ডোজ দেয়া হয়েছে। এর মধ্যে মাত্র ছয়জনের রক্ত জমাট বাঁধলেও দেশটির রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় কেন্দ্র এবং খাদ্য ওষুধ প্রশাসন বিভাগ এক যৌথ বিবৃতিতে বলেছে, টিকা দেয়ার পরে ছয়জনের দেহে যে জটিলতা দেখা দিয়েছে তা বেশ বিরল। কয়েক দিন আগে ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাও জনসন অ্যান্ড জনসনের টিকা নেয়ার পর চার ব্যক্তির রক্ত জমাট বাঁধার বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছিল৷
সূত্র : ডয়েচে ভেলে


আরো সংবাদ



premium cement