২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইরান-চীন সহযোগিতা চুক্তি, নিষেধাজ্ঞার বিবেচনা করছে যুক্তরাষ্ট্র

জেন সাকি - ছবি : সংগৃহীত

সম্প্রতি ইরান ও চীনের মধ্যে চার শ' বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তির পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞামূলক পদক্ষেপের বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জেন সাকি বলেন, এই চুক্তির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা প্রয়োগের প্রয়োজনীয়তার বিষয়ে পর্যালোচনা করবে।

তবে এখনো পুরো চুক্তি মার্কিন প্রশাসন পর্যালোচনা করেনি বলে জানান তিনি।

এর আগে শনিবার চীনের 'বেল্ট অ্যান্ড রোড' কার্যক্রমের আওতায় তেহরানের সাথে বেইজিং ২৫ বছর মেয়াদি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। এর মাধ্যমে পূর্ব এশিয়াকে ইউরোপের সাথে যুক্ত করার বিশাল এক অবকাঠামোগত প্রকল্প হাতে নিয়েছে চীন।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement