২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

২৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে ফ্লয়েডের পরিবার

-

যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে মারা যাওয়া জর্জ ফ্লয়েডের পরিবারকে ২৭ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে মিনেয়াপোলিশ শহর কর্তৃপক্ষ। শুক্রবার শহরের নগর পরিষদের ভোটে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব পাশ হয়।

গত বছরেরর জুলাই মাসে জর্জ ফ্লয়েডের পরিবার শহর কর্তৃপক্ষ ও চার পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করে। মে মাসে জর্জ ফ্লয়েডের মৃত্যুর জন্য তাদের অভিযুক্ত করা হয়।

এ মামলায় চার পুলিশ অফিসারকে জর্জ ফ্লয়েডকে চেপে ধরার সময় তার বিভিন্ন অধিকারগুলোকে খর্ব করার দায়ে অভিযুক্ত করা হয়। আর এর মাধ্যমে এ অভিযোগও প্রমাণিত হয় যে, মিনেয়াপোলিশ শহর কর্তৃপক্ষ তার পুলিশ বাহিনীর মধ্যে এমন একটি সংস্কৃতিকে লালন করে যার মাধ্যমে অতিরিক্ত বল প্রয়োগ, বর্ণবাদ ও স্বেচ্ছাচারিতার প্রসার ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্সের সূত্রে বলা হয়েছে, জর্জ ফ্লয়েডের বোন ব্রিগেট ফ্লয়েড এক বিবৃতিতে বলেন, ‘তার ভাই জর্জ ফ্লয়েডের ন্যায় বিচারের জন্য তাদের আইনি লড়াই এভাবে সমাধান হওয়ায় তিনি ও তার পরিবার সন্তুষ্ট।’

তিনি আরো বলেন, ‘আমাদের হৃদয় যখন ভেঙে আসে তখন আমরা এটা মনে করে শান্ত হই যে জর্জ ফ্লয়েড বিশ্বকে একটা দেখিয়েছেন মৃত্যুর পরেও কীভাবে বেঁচে থাকা যায়।’

ফ্লয়েডের পরিবারের উকিল বেন ক্রাম্প বলেন, ‘এটা জর্জ ফ্লয়েডের জীবনের ব্যাপার বলাটা আমেরিকার জন্য যথেষ্ট নয়। আমাদের দেখাতে হবে যে জর্জ ফ্লয়েডের জীবনের অধিকারকে আমরা আইন দ্বারা স্বীকৃতি দিয়েছি। এটা কৃষ্ণাঙ্গদের জীবনের ব্যাপার বলাটাই শুধু আমেরিকার জন্য যথেষ্ট নয়। আমাদের দেখাতে হবে যে কৃষ্ণাঙ্গদের জীবনের অধিকারকে আমরা আইন দ্বারা স্বীকৃতি দিয়েছি।’

বেন ক্রাম্প আরো বলেন, ‘আমরা এ দায়িত্বশীল শহর নেতৃবৃন্দকে সাধুবাদ জানাই এবং আমরা সবার প্রতি দাবি জানাই আপনারা জর্জ ফ্লয়েডের জন্য আয়োজিত বিক্ষোভে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের মাধ্যমে দায়িত্বশীল নেতৃত্বের পরিচয় দেবেন।’

শিকাগো থেকে আল-জাজিরার প্রতিনিধি জন হেনরেড্রন তার প্রতিবেদনে বলেন, ‘আইনি মীমাংসায় এটা একটি বিশাল ক্ষতিপূরণ। কিন্তু, জর্জ ফ্লয়েডের পরিবার বলছে তারা শুধুমাত্র আর্থিক ক্ষতিপূরণে সন্তুষ্ট নন।’
হেনরেড্রন-এর প্রতিবেদন মতে, ফ্লয়েডের পরিবার আইন সংশোধন ও ন্যায় বিচারের ভিত্তিতে এ মামলায় ফ্লয়েডের মৃত্যুর জন্য অভিযুক্ত চার পুলিশের বিচার চান।’

ফ্লয়েডের পরিবারের উকিল বেন ক্রাম্প বলেন, ‘এ মীমাংসা শুধু এ কারণে ঐতিহাসিক নয় যে এতে ২৭ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেয়া হয়েছে। এটা ঐতিহাসিক কারণ এ মামলার মাধ্যমে সামাজিক ন্যায় বিচার আইন ও পুলিশ আইনকে সংশোধিত হয়েছে, যা আমাদের সবাইকে প্রভাবিত করবে।’

মিনেয়াপোলিশ স্টার ট্রিবিউন পত্রিকার মতে, ‘মিনেয়াপোলিশ নগর পরিষদের ভাইস প্রেসিডেন্ট আন্দ্রে জেনকিন বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এটা খুবই দুঃখজনক ঘটনা। বাস্তবে এটা অনেক কৃষ্ণাঙ্গ পরিবারের সাথে সংশ্লিষ্ট একটি ঘটনা। কোনো টাকার অঙ্ক দিয়ে কোনো ভাই, সন্তান, ভাগ্নে, বাবা বা ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনা যায় না। তারপরে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, যাতে ন্যায় বিচার নিশ্চিত হয়।’

সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement