২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বাইডেনের সাথে প্রথম বিদেশী নেতা হিসেবে জাপান প্রধানমন্ত্রীর সাক্ষাত!

বাইডেনের সাথে প্রথম বিদেশী নেতা হিসেবে জাপান প্রধানমন্ত্রীর সাক্ষাত! -

জাপান প্রধানমন্ত্রী ইয়োশিহাইদ সুগা আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাবেন। সেখানে দেশটির নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাত করবেন সুগা। সম্ভবত কোনো বিদেশী নেতা হিসেবে সুগার সাথেই মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রথম সাক্ষাত হচ্ছে।

শুক্রবার এমনটাই জানিয়েছে জাপান। জাপানের এক মুখপাত্রের বরাত দিয়ে এএফপি’র খবরে বলা হয়েছে, সম্ভবত সুগার সাথেই বিদেশী নেতা হিসেবে সরাসরি প্রথম আলোচনা অনুষ্ঠানে মিলিত হচ্ছেন বাইডেন।

জাপান সরকারের শীর্ষ মুখপাত্র কাতসুনোবু কাতো শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের বলেন, বিভিন্ন পরিস্থিতি অনুকূলে থাকলে প্রধানমন্ত্রী সুগা এপ্রিলের মাঝামাঝি যুক্তরাষ্ট্র সফর করবেন। তিনি আরো বলেন, ‘এ সফর হলে প্রধানমন্ত্রী সুগা প্রেসিডেন্ট বাইডেনের সাথে সরাসরি সাক্ষাত পাওয়া প্রথম বিদেশী নেতা হবেন বলে আশা করা হচ্ছে।’

মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বগ্রহণের পর এ পর্যন্ত বাইডেন কোনো বিদেশী নেতার সাথে সরাসরি সাক্ষাত করেননি। সুগার সফরের সম্ভাবনা নিয়ে ইতোমধ্যে জাপান ও মার্কিন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

জাপানের কর্মকর্তারা সুস্পষ্টভাবে জানিয়েছেন, সুগা যত দ্রুত সম্ভব বাইডেনের সাথে সরাসরি সাক্ষাত করবেন। বিশেষ করে চীনের ব্যাপারে উদ্বেগ বেড়ে যাওয়ায় তিনি একটি গুরুত্বপূর্ণ জোটের শক্তি আরো বাড়ানো নিয়ে আলোচনা করতেই এ সাক্ষাত করবেন।

মুখপাত্র কাতসুনোবু কাতো আরো জানান, এ সফরের চূড়ান্ত কর্মসূচি নিয়ে কাজ চলছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement