২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

নিজেকে রক্ষায় যা করার দরকার যুক্তরাষ্ট্র তা করবে : পেন্টাগন প্রধান

নিজেকে রক্ষায় যা করার দরকার যুক্তরাষ্ট্র তা করবে, বললেন পেন্টাগন প্রধান। - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র নিজেকে রক্ষায় যা করা প্রয়োজন তা করবে। ইরাকের ঘাঁটিতে রকেট হামলার কয়েকদিন পর রোববার পেন্টাগণ প্রধান লয়েড অস্টিন এ কথা বলেন।

গত ৩ মার্চ ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভুমি এলাকায় আইন আল আসাদ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১০টি রকেট হামলা চালানো হয়। এতে মার্কিন সেনাবাহিনীর কেউ হতাহত না হলেও আমেরিকান একজন কন্ট্রাক্টর প্রথমে আহত ও পরে মারা যান।

এ প্রেক্ষিতে অস্ট্রিন এবিসি নিউজকে বলেন, হামলার পেছনে কে আছে সে সম্পর্কে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য জড়ো করছে।

এছাড়া হামলার পেছনে কে আছে তা জানতে দ্রুত তদন্ত করতে ইরাকি কর্তৃপক্ষকে বলা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এবিসি নিউজের ‘দিস উইক’কে তিনি আরো বলেন, হামলার পেছনে কে আছে সে বিষয়ে আমরা আবারো নিশ্চিত হতে চাচ্ছি। যারা এ ধরনের হামলা চালিয়েছে তাদের কাছে বার্তা হলো, আমাদের নিজেদের রক্ষায় যা করা প্রয়োজন আমরা তা করবো।

এর আগের হামলার জবাবে যুক্তরাষ্ট্র সিরিয়ায় একটি সীমান্ত ঘাঁটিতে অভিযান চালানোর পাঁচ দিন পর নতুন এ হামলা চালানো হলো। এটি ছিল ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র মিলিশিয়াদের ঘাঁটি।

পর্যবেক্ষকরা বলছেন, ওয়াশিংটনের ওপর চাপ প্রয়োগই এসব রকেট হামলার উদ্দেশ্য।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement