২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সিনেটে বাইডেন মন্ত্রিসভার প্রথম অনুমোদন পেলেন এক নারী

অ্যাভরিল হেইনস - ছবি : সংগৃহীত

নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রিসভার সদস্যদের অনুমোদন প্রক্রিয়া শুরু হয়েছে সিনেটে এবং এর মধ্যেই একজনকে অনুমোদন দিয়েছে সিনেট।

ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক হিসেবে ৮৪-১০ ভোটে অনুমোদন পেয়েছেন অ্যাভরিল হেইনস। ৫১ বছর বয়সী হেইনস এ পদে প্রথম নারী।

তিনি এর আগেও জাতীয় গোয়েন্দা সংস্থার নানা পদে কাজ করেছেন।

বাইডেন প্রশাসন আরো কয়েকজন কেবিনেট সদস্যের দ্রুত অনুমোদন চাইছিলো কিন্তু অধিবেশন শেষ হওয়াতে আজ আর তা হয়নি।

নির্বাহী আদেশে পাল্টে যাচ্ছে ট্রাম্পের নীতি
শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের নেয়া বেশ কিছু নীতি নির্বাহী আদেশে পাল্টে দিয়েছেন জো বাইডেন।

পরে এক টুইট বার্তায় তিনি বলেন, "সঙ্কট মোকাবেলার ক্ষেত্রে অপচয় করার মতো কোনো সময় নেই"।

প্রেসিডেন্ট বাইডেন যে পনেরটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তার প্রথমটিই ছিলো করোনাভাইরাস মোকাবেলা বিষয়ে।

এর বাইরে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে আছে জলবায়ু পরিবর্তন ও অভিবাসন।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement