২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

রূপান্তরিত করোনাভীতির মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলেন ট্রাম্প

রূপান্তরিত করোনাভীতির মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলেন ট্রাম্প -

যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশে দেখা দিয়েছে করোনার ‘নতুন স্ট্রেইন’। রূপান্তরিত করোনাভাইরাসের আক্রমণ ঠেকাতে বিশ্বের নানা দেশ যখন তৎপরতা বাড়িয়েছে তখন মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। আগামী ২৬ জানুয়ারি থেকে সেনজন অঞ্চলসহ যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও ব্রাজিলের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে সোমবার জানিয়েছে ট্রাম্প প্রসাশন।

প্রেসিডেন্ট ভবন ছাড়ার দু’দিন আগে ট্রাম্প হোয়াইট হাউসে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন। তিনি বলেন, দেশের স্বার্থে ওই সব দেশের ভ্রমণকারীদের ওপর আর নিষেধাজ্ঞা থাকছে না।

তবে চীন ও ইরানের সাথে এখনো ভ্রমণ নিষেধাজ্ঞা বজায় রাখছেন ট্রাম্প।

অস্ট্রিয়া, বেজিয়াম, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ইস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হ্যাঙ্গরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড হলো সেনজন অঞ্চলভুক্ত রাষ্ট্র।
গত বছর মার্চে ট্রাম্প প্রশাসন ওই অঞ্চলভুক্ত দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন। পরে করোনা সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়।

মে মাসে ট্রাম্প মার্কিন নাগরিক ব্যতীত ব্রাজিলের সকল ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। দক্ষিণ আমেরিকার ওই দেশটি বর্তমানে ৮৪ লাখ করোনা আক্রান্ত নিয়ে সারাবিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে।

এখন আন্তর্জাতিক ফ্লাইটে করোনা নেগেটিভ আসা সকল ভ্রমণকারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্প বলছে, সেন্ট্রাল ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসন (সিপিডি) ভ্রমণকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ভাইরাস সংক্রমণের বিষয়টি প্রতিরোধ করতে সহায়তা করবে।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরসিংখ্যান অনুযায়ী, সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট করোনায় আক্রান্ত হয়েছেন দুই কোটি ৪০ লাখ ও মারা গেছেন চার লাখ।

নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, এখন আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞার সঠিক সময় নয়।

সাকি তার টুইট বার্তায় বলেন, আমাদের মেডিক্যাল টিমের পরামর্শ আনুযায়ী প্রশাসনের ২৬ জনুয়ারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত হবে না। বরং আমাদের করোনার সংক্রমণ ঠেকাতে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে জনস্বাস্থ্য আইন আরো জোরদারের পরিকল্পনা করতে হবে।
সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement