২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

২৪ ঘণ্টায় ২ লাখের বেশি আক্রান্ত আমেরিকায়

২৪ ঘণ্টায় ২ লাখের বেশি আক্রান্ত আমেরিকায় -

আক্রান্তের দিক দিয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড গড়ল আমেরিকা। করোনাভাইরাসে আক্রান্ত হলেন ২ লাখ ১০ হাজার মানুষ। জন্স হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট এই তথ্য জানিয়েছে।

শুধু সংক্রমণ নয়, মৃত্যু সংখ্যাও ব্যাপক হারে বাড়ছে আমেরিকায়। শেষ ২৪ ঘণ্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ২ হাজার ৯০৭ জনের।

পরিসংখ্যানে জানা গেছে, এখন অবধি আমেরিকায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৪.২ মিলিয়ন মানুষ। এরমধ্যে এখন অবধি ২ লাখ ৭৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আমেরিকার টেক্সাস আর ক্যালিফোর্নিয়াতে আক্রান্তের সংখ্যা প্রায় ১৩ লাখ ছুঁইছুঁই। শুধুমাত্র এই দুই শহর ধরলে নতুন করে আক্রান্ত হচ্ছে ৩৫ হাজার মানুষ। ফ্লোরিডা শহরে মোট সংক্রমণ পৌঁছেছে ১০ লাখে। তুলনামূলক হারে রাজধানী নিউইয়র্কে আক্রান্ত হয়েছেন কম। সেখানে মোট আক্রান্ত ৬ লাখ ৬৯ হাজার মানুষ।

অবশ্য আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ভারত। সেদেশে এখন অবধি মোট আক্রান্ত হয়েছেন ৯৫ লাখ ৭১ হাজার মানুষ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছে ৯০ হাজারের বেশি মানুষ। সূত্র : কলকাতা


আরো সংবাদ



premium cement