১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

১১ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে মিলবে করোনার ভ্যাকসিন

- ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ডিসেম্বরের শুরুতে কোভিড টিকাদান শুরু করতে পারে ৷ জানা গেছে, অনুমতি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ভ্যাকসিন পাঠানো শুরু করে দেওয়া হবে ৷ এই কাজ ১১ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে শুরু করা হতে পারে ৷’

বলা হয়েছে, মর্ডানা নামে সংস্থা ইতোমধ্যেই করোনার ভ্যাকসিন তৈরি করে ফেলেছে ৷ সংস্থা থেকে বলা হয়েছে, যে সমস্ত রোগীদের এই ওষুধ দেওয়া হয়েছে তাদের মধ্যে ৯৪.৫ শতাংশে সফল হয়েছে ৷

তাদের তৈরি কোভিড ভ্যাকসিন প্রায় ৯৪ শতাংশ সফল ৷ এই ভ্যাকসিনের একটি ডোজের জন্য সরকারের থেকে ২৫-৩৭ মার্কিন ডলার নিতে পারে ৷

সংস্থার সিইও জানিয়েছেন, ওষুধের দাম ডিমান্ডের উপর নির্ভর করবে ৷ অনুমান করা হচ্ছে ওষুধের দাম ১০ থেকে ১৫ ডলার পর্যন্ত হতে পারে ৷

সংস্থার তরফে জানানো হয়েছে, চূড়ান্ত ক্লিনিক্যাল ট্রায়াল পর্যন্ত এর ঘোষণা করা হবে না ৷ তবে চূড়ান্ত ডেটা মিলতেই অনুমতি নিয়ে মার্কেটে নিয়ে আসা হবে ৷

সূত্র : নিউজ১৮


আরো সংবাদ



premium cement