১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

মার্কিন নির্বাচনের আগে করোনার টিকা আসছে না মডার্নার

- সংগৃহীত

মার্কিন বায়োটেক কোম্পানী মডার্না দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের আগে বাজারে কোভিড -১৯ এর টিকা আনতে পারছে না।

বুধবার ফিনান্সিয়াল টাইমসকে এমনটাই জানালেন মডার্না সিইও। তিনি বলেছেন, আগামী ২৫ নভেম্বরের আগে মডার্না টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চাইবে না।

আগামী ৩ নভেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করেছিলেন নির্বাচনের আগে টিকা প্রস্তুত হলে তিনি তার নির্বাচনী প্রচারণাকে চাঙ্গা করতে পারবেন। তাই মডার্নার খবরটি নিঃসন্দেহে ট্রাম্পের জন্য বড় ধরণের একটি আঘাত।

স্টিফেন বানচেল বলেন, ২৫ নভেম্বরের মধ্যে আমরা যথেস্ট পরিমাণে সুরক্ষা তথ্য হাতে পাবো। এর ভিত্তিতে এফডিএ (ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন ) এর কাছে আমরা অনুমোদন চাইতে সক্ষম হবো।

এদিকে নির্বাচনের আগে টিকা পাওয়া যেতে পারে- ট্রাম্পের দিনের পর দিন এমন মন্তব্যের প্রেক্ষাপটে বিশেষজ্ঞদের মধ্যে আশঙ্কা জন্মেছে যে মার্কিন প্রশাসন হয়তো রাজনৈতিক কারণে টিকার অনুমোদন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে।

উল্লেখ্য, চূড়ান্ত ধাপে যে ১১টি টিকা নিয়ে কাজ চলছে মডার্না তার একটি। বাসস


আরো সংবাদ



premium cement