১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

বাইডেনের রানিংমেট নির্বাচনে ‘‌হতবাক’‌ ট্রাম্প, কমলাকে বললেন ‘‌নীচ, ভয়ঙ্কর’‌

- ছবি : সংগৃহীত

আমেরিকায় ভাইস-প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এবার সামিল হলেন কমলা হ্যারিস। প্রথম ভারতীয় বংশোদ্ভুত। প্রথম কৃষ্ণাঙ্গ মহিলাও বটে। ডেমোক্র‌্যাট দলের ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী তিনি। সেকথা ঘোষণা করলেন খোদ দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন।

তার এই ঘোষণায় প্রেসিডেন্ট ট্রাম্প নাকি ‘‌হতবাক’‌। কমলার নামে কুৎসা করতেও থামলেন না তিনি। বললেন, ‘‌মার্কিন সিনেটের সবথেকে ভয়ঙ্কর সদস্য কমলা। তাকে বাইডেন কীভাবে বেছে নিলেন, বুঝতেই পারছেন না।

ডেমোক্র‌্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে এক সময় লড়েছিলেন কমলাও। তখন বাইডেনকে আক্রমণ করেছিলেন।

ট্রাম্পের কথায়, ‘‌তখন খুব খারাপ করেছিলেন। তাই আমি আজ অবাক হয়ে যাচ্ছি।’‌

ট্রাম্প মনে করিয়ে দিলেন, ২০১৮ সালে মার্কিন সেনেটে সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রেট কাভানোর একটি শুনানির সময় কমলা কতটা ‘‌নীচ, ভয়ঙ্কর, অশ্রদ্ধাপূর্ণ আচরণ করেছিলেন’‌।

তবে বাইডেনের এই সিদ্ধান্তে খুশি অনেক ইন্দো–আমেরিকান। পেপসিকো প্রধান ইন্দ্রা নুয়ি যেমন বলেছেন, ‘‌এটা একটা দারুণ সিদ্ধান্ত। একটা গর্বের মুহূর্ত গোটা মার্কিন সমাজের কাছে।’ আজকাল


আরো সংবাদ



premium cement