২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চীনা কনস্যুলেটের দরজা ভেঙ্গে প্রবেশ করলো মার্কিন বাহিনী

- ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হিউস্টনের চীনা কনস্যুলেটের ভেতরে শুক্রবার বিকেলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের লোকেরা জোর পূর্বক প্রবেশ করেছে বলে জানায় সিএনএন ও রয়টার্স।

স্টেট ডিপার্টমেন্টের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা ক্লিফ সিগ্রোভসের নেতৃত্বে একদল লোক চীনা কনস্যুলেটের ভেতর প্রবেশ করেন।

তারা সাংবাদিকদের নিজের পরিচয় ও কার্যক্রম সম্পর্কে কিছুই জানায়নি।

তারা কনস্যুলেটের পিছনের দরজা দিয়ে প্রবেশ করে এসময় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কূটনৈতিক নিরাপত্তা ব্যুরোর ইউনিফর্ম পরিহিত দু'জন সদস্য এই প্রবেশ পথে পাহারা দিতে দেখা যায়। তারাও সাংবাদিকদের কোন প্রশ্নের জবাব দেননি।

ওয়াশিংটনের চীনা দূতাবাসও এবিষয়ে এখনো কোন মন্তব্য করেনি।

রয়টার্সকে একজন প্রতক্ষ্যদর্শী জানান, কনস্যুলেট কর্মীরা বিকেল চারটার পরে হিউস্টনের ভবন থেকে বেরিয়ে এসেছিলেন। জোর করে দরজা খোলা করার আগে তারা গাড়িতে করে এই স্থান ত্যাগ করেন।

এর আগে মঙ্গলবার কনস্যুলেট ভবনের কার্যক্রম বন্ধের জন্য ৭২ ঘণ্টার সময় দিয়েছিল ট্রাম্প প্রশাসন।

এদিকে যুক্তরাষ্ট্রে অবস্থিত আরও চীনা কনস্যুলেট বন্ধ করে দেয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

হিউস্টনের কনস্যুলেট বন্ধের পাল্টা পদক্ষেপ হিসেব চীনের একটি মার্কিন কনস্যুলেট বন্ধ করে দিচ্ছে চীন।

 


আরো সংবাদ



premium cement