২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

আমেরিকায় ৩০ হাজার বছর আগে মানুষ বসবাসের প্রমাণ : গবেষণা রিপোর্ট

আমেরিকায় ৩০ হাজার বছর আগে মানুষ বসবাসের প্রমাণ : গবেষণা রিপোর্ট - ছবি : সংগৃহীত

মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি গুহায় পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে জোরালো প্রমান পাওয়া গেছে যে অন্তত ৩০ হাজার বছর আগে উত্তর আমেরিকায় মানুষ বসবাস করতো। এই সময় পূর্ববর্তী ধারণার চেয়ে ১৫ হাজার বছর আগের। বিজ্ঞানীরা বুধবার এ কথা জানান।

পর্বতের উচ্চতায় চিকুইহাইট গুহায় পাথরের সরঞ্জামসহ হস্তনির্মিত ১ হাজার ৯০০ শিল্পকর্মে অন্তত ২০ হাজার বছর আগে মানুষের বসবাসের প্রমাণ মিলেছে। ন্যাচার ম্যাগাজিনে প্রকাশিত দুইটি গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়।

মেক্সিকোর জাকাটিকাস ইউনিভার্সিটির প্রত্নতাত্ত্বিক এবং একটি পেপারের লিড লেখক চিপ্রিয়ান আর্ডেলিয়ান এএফপিকে বলেন, আমাদের নতুন আবিষ্কৃত প্রত্ননিদর্শন আমেরিকান জনগোষ্ঠীর প্রচীনতা প্রমান করে।

‘সেখানে কিছু হস্তনির্মিত শিল্পকর্ম এবং কয়েকটি তারিখ পাওয়া যায়’ উল্লেখ করে তিনি বলেন, রেডিওকার্বন ডেটিংয়ের ফলাফলে এতে ৩৩ হাজার থেকে ৩১ হাজার বছর আগে মানুষের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। যদিও সেখানে মানুষের হাড় অথবা ডিএনএ নিদর্শন পাওয়া যায়নি।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement