২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ব্যতিক্রমী করোনা পার্টি, প্রথম আক্রান্ত হলেই পুরষ্কার

- ছবি : সংগৃহীত

করোনাভাইরাসে বিশ্বে যখন প্রতিনিয়ত মানুষ প্রাণ হারাচ্ছে। তখন যুক্তরাষ্ট্রের আলবামা রাজ্যে এক তরুণ-তরুণীরা কোভিড-১৯ পার্টির ট্রেন্ড শুরু করেছে।

ওই ভিন্ন ধর্মী পার্টিতে শ্বাসতন্ত্রের সংক্রামক ভাইরাসে আক্রান্তরাসহ সবাই একটি প্রতিযোগিতায় অংশ নেয়। যেখানে সবাই করোনায় আক্রান্ত হওয়ার চেষ্টা করেন। যিনি প্রথম আক্রান্ত হবে তাকে বাজিতে বিজিত ঘোষণা করা হয়। পার্টিতে অংশ নেয়া সকলেই শিক্ষার্থী।

সিটি কাউন্সিল মেম্বার সনিয়া ম্যাককিনসটি সিএনএনকে জানান, পার্টিটি তাসকালোসা শহরে অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, ওই পার্টিতে সংক্রামিত ব্যক্তিরা অন্যদের ভাইরাসে সংক্রমিত হতে উৎসাহিত করে থাকে।

পার্টির অদ্ভুত নিয়ম সম্বন্ধে ম্যাককিনস্ট্র্ বলেন, যে ব্যক্তি ডাক্তারের রিপোর্টের মাধ্যমে ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করবেন, তাকে পার্টির টিকিট বিক্রয় থেকে অর্থ পুরষ্কার হিসেবে দেয়া হয়ে থাকে।

তারা বাজি টাকা একটি পাত্রের মধ্যে রেখে নানাভাবে কোভিড-১৯ আক্রান্ত হওয়ার চেষ্টা করেন বলে জানান তিনি।

ম্যাককিনসটি সিএনএনকে বলেন, বিষয়টি তাকে ক্রুদ্ধ করে তুলেছে। এতটা মারাত্মক বিষয় নিয়ে মজা করা অনুচিত। এটি কেবল দায়িত্বজ্ঞানহীন আচরণই নয়। ওদের মাধ্যমে বাড়িতে থাকা তাদের বাবা-মা, দাদা-দাদী করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে।

তাসকালোসা ফায়ার চিফ র‌্যান্ডি স্মিথ বলেছেন, শিক্ষার্থীরা গত কয়েক সপ্তাহ ধরে এই পার্টিতে অংশ নিচ্ছে।

স্মিথ মঙ্গলবারের ব্রিফিংয়ে বলেছিলেন, আমরা গত কয়েক সপ্তাহ ধরে শহরে এদের দেখছি। আমরা প্রথমে ভেবেছিলাম এটি গুজব।

আলাবামায় এখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ হাজারেও বেশি।

ম্যাককিনসটি সিএনএনকে বলেন, আমরা যতটা সম্ভব জীবন বাঁচাতে চেষ্টা করছি।

সূত্র : গ্লোবাল নিউজ


আরো সংবাদ



premium cement
মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত বগুড়ায় ধানের জমিতে পানি সেচ দেয়া নিয়ে খুন জিআই স্বীকৃতির সাথে গুণগত মানের দিকেও নজর দিতে হবে : শিল্পমন্ত্রী অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ সখীপুরে সাবেক ও বর্তমান এমপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ

সকল